
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে সমীকরণটা ছিল খুবই সহজ। যুক্তরাষ্ট্রকে হারালেই তারা উঠে যাবে সুপার সিক্সে। হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে আজ ৭ উইকেটের বিশাল জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রকে হারানোয় ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে এখন বাংলাদেশ। তিন ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। ২ ও ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আগামীকাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচের ফলের ওপর বাংলাদেশের অবস্থান পরিবর্তন হলেও সেরা তিনের মধ্যেই থাকবে। প্রত্যেক গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে ওঠায় বাংলাদেশের সুপার নিশ্চিত হয়েছে।
২০০ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার ৮৬ বলে ৭৮ রানের জুটি গড়তে অবদান রাখেন। ১৫তম ওভারের দ্বিতীয় বলে জাওয়াদকে কট এন্ড বোল্ডের ফাঁদে ফেলেন যুক্তরাষ্ট্রের স্পিনার সাহিল গার্গ। ৪২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৭ রান করেন জাওয়াদ।
উদ্বোধনী জুটি ভাঙার পর আরেক ওপেনার রিফাতও (৩০) দ্রুত বিদায় নেন। তাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৭.৫ ওভারে ২ উইকেটে ৮৮ রান। অধিনায়ক তামিম ও কালাম সিদ্দিকী ম্যাচ অনেকটা বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন। তৃতীয় উইকেটে তাঁরা (তামিম-কালাম) ১২৩ বলে ৮৮ রানের জুটি গড়েন।
জিততে যখন ২৪ রান দরকার, তখন বিদায় নেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ৮২ বলে দুটি করে চার ও ছক্কায় করেন ৬৪ রান। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে তামিমের উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার রিতভিক আপ্পিদি। এরপর চতুর্থ উইকেটে ২০ বলে ২৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। ৫১ বল হাতে রেখে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের জয়। অধিনায়ক তামিমই ইনিংস সর্বোচ্চ রানসংগ্রাহক। যুক্তরাষ্ট্রের আপ্পিদি, উৎকর্ষ শ্রীবাস্তব ও সাহিল গার্গ পেয়েছেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। পুরো ৫০ ওভার খেলে যুক্তরাষ্ট্র ১৯৯ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন ঝাম্ব। ৭ নম্বরে নেমে ৬৯ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৬৮ রান। বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন ইকবাল হোসেন ইমন। ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল্ডিংয়ে ধরেছেন দুই ক্যাচ। দুটি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন।

কদিন আগে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছিল এম নাজমুল ইসলামকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিসিবির আরেক পরিচালক স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
২৩ মিনিট আগে
সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা মহানগরের ক্রিকেট কমিটি (সিসিডিএম) আট দল নিয়ে আয়োজন করবে এই টুর্নামেন্ট। ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে আট দল অংশ নেয়নি, তাদের নিয়েই হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।
৪০ মিনিট আগে
রাজশাহী ওয়ারিয়র্সের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপেক্ষায় ছিলেন, কখন শুরু করবেন উদ্যাপন। অবশেষে ১৮তম ওভারের পঞ্চম বলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডিপ মিড উইকেটে এস এম মেহেরব ক্যাচ ধরতেই শুরু হয় উদ্যাপন। চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে ২০২৬ বিপিএল চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স।
১ ঘণ্টা আগে
কদিন আগেও কোনো দলে ছিলেন না ট্রিনিটি রডম্যান। এবার তিনিই নতুন এক চুক্তি করে চমকে দিলেন। নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন তিনি।
২ ঘণ্টা আগে