ক্রীড়া ডেস্ক

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। এই সিরিজকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি ইংল্যান্ড দল। পাঁচ ম্যাচের এই হাইভোল্টেজ লড়াই শুধু অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধারের লড়াই নয়, একই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নপূরণেরও পথ। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ইতিবাচক কিছু ইঙ্গিত দিলেও ইংল্যান্ডের দল গঠন, ফর্ম ও ফিটনেস—সবকিছু নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন।
পেস আক্রমণে কারা থাকবেন?
ভারতের বিপক্ষে ছয়জন ভিন্ন পেসার খেলিয়েও এখনো নিজেদের সেরা বোলিং কম্বিনেশন খুঁজে পায়নি ইংল্যান্ড। ক্রিস ওকসের কাঁধের চোট আর জফরা আর্চারের লম্বা সময়ের চোট তাঁদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছে। পেসার মার্ক উড যদি ফিট থাকেন, তবে তাঁর গতি হতে পারে বড় অস্ত্র। সেই সঙ্গে আলোচনায় রয়েছেন জশ টাং, ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসন।
অস্ট্রেলিয়ায় রুটের শতকের দেখা মিলবে?
জো রুটের ব্যাটিং দক্ষতা প্রশ্নাতীত, কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে এখনো একটি শতকও করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। এবারের অ্যাশেজে যদি সেই অপেক্ষার অবসান ঘটে এবং ইংল্যান্ড সিরিজ জেতে, তাহলে তা হতে পারে রুটের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। কিন্তু রুট কি সেটি করে দেখাতে পারবেন?
স্পিন আক্রমণে কাকে ভরসা করা হবে?
তরুণ শোয়েব বশির যদি চোট কাটিয়ে ওঠেন, তিনিই হতে পারেন স্পিন আক্রমণের মূল ভরসা। তবে এখনো আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। বিকল্প হিসেবে রয়েছেন অভিজ্ঞ জ্যাক লিচ, ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া লিয়াম ডসন ও সম্ভাবনাময় রেহান আহমেদ। বোলিং আক্রমণ নিয়ে ভারত সিরিজে বেশ ভুগেছেন ইংলিশরা।
দ্বিতীয় সফরে কতটা সফল হবেন ক্রলি?
২০২৩ অ্যাশেজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জ্যাক ক্রলি। তবে ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম সফর ছিল ব্যর্থ—মাত্র ১৬৬ রান করেছিলেন তিন টেস্টে। ভারত সিরিজেও সুবিধা করতে পারেননি। অভিজ্ঞ অজি বোলারদের বিপক্ষে এবার তাঁর নিজেকে প্রমাণ করার চাপ থাকবে, বিশেষ করে, ওপেনিং সঙ্গী বেন ডাকেটের সঙ্গে ভালো শুরু এনে দিতে। ক্রলি যদি ব্যর্থ হন, ইংল্যান্ডের শুরুটাও ভালো হবে না নিশ্চয়ই। ক্রলি নাকি বিকল্প হতে পারেন অন্য কেউ?
প্রথম অ্যাশেজে কেমন করবেন জেমি স্মিথ
উদীয়মান তারকা উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথের টেস্ট ক্যারিয়ার বেশ দারুণভাবেই শুরু হয়েছে। তাঁর ব্যাটিং গড় ৫০-এর কাছাকাছি, আর তাই অনেকেই তাঁকে তুলনা করছেন অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে ঘরের মাঠে শক্তিশালী দলের বিপক্ষে তাঁর মানসিক দৃঢ়তা আর পারফরম্যান্সই বলে দেবে—তিনি কতটা প্রস্তুত বড় মঞ্চের জন্য। ভারতের বিপক্ষে গতকাল ওভাল টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট হারিয়েছেন জেমি। সুযোগ ছিল দলকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার, তবে তিনি ফিরেছেন ২ রানে।
অ্যাশেজের আগে দল গঠনে নানা জটিলতা, ফর্ম, ফিটনেস আর কৌশলগত সিদ্ধান্ত—সব মিলিয়ে ইংল্যান্ডের সামনে সময়টা খুবই গুরুত্বপূর্ণ।
শুধু ট্রফি জয়ের লক্ষ্য নয়, বরং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে এই সিরিজে ইতিবাচক ফল অর্জনই ইংল্যান্ডের জন্য প্রধান লক্ষ্য হতে পারে।

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। এই সিরিজকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি ইংল্যান্ড দল। পাঁচ ম্যাচের এই হাইভোল্টেজ লড়াই শুধু অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধারের লড়াই নয়, একই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নপূরণেরও পথ। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ইতিবাচক কিছু ইঙ্গিত দিলেও ইংল্যান্ডের দল গঠন, ফর্ম ও ফিটনেস—সবকিছু নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন।
পেস আক্রমণে কারা থাকবেন?
ভারতের বিপক্ষে ছয়জন ভিন্ন পেসার খেলিয়েও এখনো নিজেদের সেরা বোলিং কম্বিনেশন খুঁজে পায়নি ইংল্যান্ড। ক্রিস ওকসের কাঁধের চোট আর জফরা আর্চারের লম্বা সময়ের চোট তাঁদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছে। পেসার মার্ক উড যদি ফিট থাকেন, তবে তাঁর গতি হতে পারে বড় অস্ত্র। সেই সঙ্গে আলোচনায় রয়েছেন জশ টাং, ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসন।
অস্ট্রেলিয়ায় রুটের শতকের দেখা মিলবে?
জো রুটের ব্যাটিং দক্ষতা প্রশ্নাতীত, কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে এখনো একটি শতকও করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। এবারের অ্যাশেজে যদি সেই অপেক্ষার অবসান ঘটে এবং ইংল্যান্ড সিরিজ জেতে, তাহলে তা হতে পারে রুটের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। কিন্তু রুট কি সেটি করে দেখাতে পারবেন?
স্পিন আক্রমণে কাকে ভরসা করা হবে?
তরুণ শোয়েব বশির যদি চোট কাটিয়ে ওঠেন, তিনিই হতে পারেন স্পিন আক্রমণের মূল ভরসা। তবে এখনো আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। বিকল্প হিসেবে রয়েছেন অভিজ্ঞ জ্যাক লিচ, ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া লিয়াম ডসন ও সম্ভাবনাময় রেহান আহমেদ। বোলিং আক্রমণ নিয়ে ভারত সিরিজে বেশ ভুগেছেন ইংলিশরা।
দ্বিতীয় সফরে কতটা সফল হবেন ক্রলি?
২০২৩ অ্যাশেজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জ্যাক ক্রলি। তবে ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম সফর ছিল ব্যর্থ—মাত্র ১৬৬ রান করেছিলেন তিন টেস্টে। ভারত সিরিজেও সুবিধা করতে পারেননি। অভিজ্ঞ অজি বোলারদের বিপক্ষে এবার তাঁর নিজেকে প্রমাণ করার চাপ থাকবে, বিশেষ করে, ওপেনিং সঙ্গী বেন ডাকেটের সঙ্গে ভালো শুরু এনে দিতে। ক্রলি যদি ব্যর্থ হন, ইংল্যান্ডের শুরুটাও ভালো হবে না নিশ্চয়ই। ক্রলি নাকি বিকল্প হতে পারেন অন্য কেউ?
প্রথম অ্যাশেজে কেমন করবেন জেমি স্মিথ
উদীয়মান তারকা উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথের টেস্ট ক্যারিয়ার বেশ দারুণভাবেই শুরু হয়েছে। তাঁর ব্যাটিং গড় ৫০-এর কাছাকাছি, আর তাই অনেকেই তাঁকে তুলনা করছেন অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে ঘরের মাঠে শক্তিশালী দলের বিপক্ষে তাঁর মানসিক দৃঢ়তা আর পারফরম্যান্সই বলে দেবে—তিনি কতটা প্রস্তুত বড় মঞ্চের জন্য। ভারতের বিপক্ষে গতকাল ওভাল টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট হারিয়েছেন জেমি। সুযোগ ছিল দলকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার, তবে তিনি ফিরেছেন ২ রানে।
অ্যাশেজের আগে দল গঠনে নানা জটিলতা, ফর্ম, ফিটনেস আর কৌশলগত সিদ্ধান্ত—সব মিলিয়ে ইংল্যান্ডের সামনে সময়টা খুবই গুরুত্বপূর্ণ।
শুধু ট্রফি জয়ের লক্ষ্য নয়, বরং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে এই সিরিজে ইতিবাচক ফল অর্জনই ইংল্যান্ডের জন্য প্রধান লক্ষ্য হতে পারে।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
১৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে