ক্রীড়া ডেস্ক

অ্যাঞ্জেলো ম্যাথুসের নাম শুনলে সেই ‘টাইমড আউট’-এর ঘটনা মনে পড়াটাই স্বাভাবিক। দিল্লিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান যে ‘টাইমড আউট’ করেছিলেন, সেটা নিয়ে পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হলেই এই বিতর্কিত ঘটনা সামনে চলে আসে।
২০১৮ সালের ‘নাগিন ড্যান্স’-এর ঘটনা নিয়ে তখন থেকেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উত্তাপ ছড়াচ্ছে। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ‘টাইমড আউট’ দুই দলের লড়াইয়ে যোগ করেছে বাড়তি মাত্রা। ২০২৪ সালে বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে আতিথ্য দেয়, তখনো এর রেশ দেখা গেছে। এবার আরও একটি বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দরজায় কড়া নাড়ছে, তখন আবারও এল টাইমড আউট প্রসঙ্গ। গলে আজ সাংবাদিকেরা যখন সেই পুরোনো ঘটনা নিয়ে জিজ্ঞেস করেন, অ্যাঞ্জেলো ম্যাথুসের উত্তর, ‘টাইমড আউটের ঘটনাটি ছিল বেশ অপ্রত্যাশিত। কিন্তু তারা সবাই আমার বন্ধু। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাদের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। যদিও আমাদের মাঝে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল সেসময়। কিন্তু সেসব মনে রাখিনি।’
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ তো বটেই। বাংলাদেশের মাঠেও অনেক ম্যাচ খেলেছেন ম্যাথুস। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—২০১৪ সালে এই দুই শিরোপা তিনি জেতেন মিরপুরে। বাংলাদেশকে নিয়ে লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘আমি অনেকবারই সেখানে গিয়েছি। আন্তর্জাতিক ম্যাচ তো খেলেছি। ঘরোয়া লিগেও খেলেছি। সেখানকার প্রতিটি মুহুর্ত উপভোগ করেছি। কারণ, তারা সবাই আমার ভালো বন্ধু। সবার জন্যই শুভ কামনা রইল।’
গলে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই ম্যাথুসের শেষ ম্যাচ। জয় দিয়ে টেস্ট থেকে বিদায়টা স্মরণীয় করে রাখতে চান তিনি। সাংবাদিকদের আজ ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘কিছু আবেগ তো আছেই। তবে আমি চাই এই ম্যাচটা জিততে।’
গলে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে ‘টাইমড আউট’ নিয়ে গতকাল ক্রিকইনফোতে বিশাল সাক্ষাৎকার দিয়েছেন ম্যাথুস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সেই ঘটনার মনে পড়লে এখনো বিস্মিত হন লঙ্কান অলরাউন্ডার। ক্রিকইনফোকে ম্যাথুস বলেন, ‘কিন্তু ওই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমার মনে হয়েছিল, আমাকে টার্গেট করা হয়েছিল। আমি জানি না, তারা কী কারণে ওই রকমভাবে আবেদন করল।’ সেই ম্যাচটি হেরে যাওয়ায় শ্রীলঙ্কা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হারায়, আর জায়গা করে নেয় বাংলাদেশ দল।

ম্যাথুস ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হেলমেটের স্ট্র্যাপ ঠিক করতে ব্যস্ত, সেই মুহূর্তে টাইমড আউটের আবেদন করে বসেছিলেন সাকিব। আম্পায়ার আউট ঘোষণা করায় ম্যাথুসের মেজাজ তখন বিগড়ে গিয়েছিল। পুরোনো সেই ঘটনা নিয়ে ক্রিকইনফোকে গতকাল লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয়েছিল, আম্পায়ারদের আরও বেশি হস্তক্ষেপ করা উচিত ছিল। আমি যখন ক্রিজে যাই, তখন দুই মিনিট পার হয়নি—এটা পরিষ্কার ছিল। আর এটা তখনই দেখা যায় যে আমার হেলমেটটি ওই সময়েই ভেঙে যায়, মাঠে যাওয়ার আগেই নয়। তাই আমি যে রেগে গিয়েছিলাম, সেটার যথেষ্ট কারণ ছিল।’
আরও পড়ুন:

অ্যাঞ্জেলো ম্যাথুসের নাম শুনলে সেই ‘টাইমড আউট’-এর ঘটনা মনে পড়াটাই স্বাভাবিক। দিল্লিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান যে ‘টাইমড আউট’ করেছিলেন, সেটা নিয়ে পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হলেই এই বিতর্কিত ঘটনা সামনে চলে আসে।
২০১৮ সালের ‘নাগিন ড্যান্স’-এর ঘটনা নিয়ে তখন থেকেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উত্তাপ ছড়াচ্ছে। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ‘টাইমড আউট’ দুই দলের লড়াইয়ে যোগ করেছে বাড়তি মাত্রা। ২০২৪ সালে বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে আতিথ্য দেয়, তখনো এর রেশ দেখা গেছে। এবার আরও একটি বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দরজায় কড়া নাড়ছে, তখন আবারও এল টাইমড আউট প্রসঙ্গ। গলে আজ সাংবাদিকেরা যখন সেই পুরোনো ঘটনা নিয়ে জিজ্ঞেস করেন, অ্যাঞ্জেলো ম্যাথুসের উত্তর, ‘টাইমড আউটের ঘটনাটি ছিল বেশ অপ্রত্যাশিত। কিন্তু তারা সবাই আমার বন্ধু। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাদের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। যদিও আমাদের মাঝে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল সেসময়। কিন্তু সেসব মনে রাখিনি।’
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ তো বটেই। বাংলাদেশের মাঠেও অনেক ম্যাচ খেলেছেন ম্যাথুস। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—২০১৪ সালে এই দুই শিরোপা তিনি জেতেন মিরপুরে। বাংলাদেশকে নিয়ে লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘আমি অনেকবারই সেখানে গিয়েছি। আন্তর্জাতিক ম্যাচ তো খেলেছি। ঘরোয়া লিগেও খেলেছি। সেখানকার প্রতিটি মুহুর্ত উপভোগ করেছি। কারণ, তারা সবাই আমার ভালো বন্ধু। সবার জন্যই শুভ কামনা রইল।’
গলে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই ম্যাথুসের শেষ ম্যাচ। জয় দিয়ে টেস্ট থেকে বিদায়টা স্মরণীয় করে রাখতে চান তিনি। সাংবাদিকদের আজ ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘কিছু আবেগ তো আছেই। তবে আমি চাই এই ম্যাচটা জিততে।’
গলে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে ‘টাইমড আউট’ নিয়ে গতকাল ক্রিকইনফোতে বিশাল সাক্ষাৎকার দিয়েছেন ম্যাথুস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সেই ঘটনার মনে পড়লে এখনো বিস্মিত হন লঙ্কান অলরাউন্ডার। ক্রিকইনফোকে ম্যাথুস বলেন, ‘কিন্তু ওই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমার মনে হয়েছিল, আমাকে টার্গেট করা হয়েছিল। আমি জানি না, তারা কী কারণে ওই রকমভাবে আবেদন করল।’ সেই ম্যাচটি হেরে যাওয়ায় শ্রীলঙ্কা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হারায়, আর জায়গা করে নেয় বাংলাদেশ দল।

ম্যাথুস ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হেলমেটের স্ট্র্যাপ ঠিক করতে ব্যস্ত, সেই মুহূর্তে টাইমড আউটের আবেদন করে বসেছিলেন সাকিব। আম্পায়ার আউট ঘোষণা করায় ম্যাথুসের মেজাজ তখন বিগড়ে গিয়েছিল। পুরোনো সেই ঘটনা নিয়ে ক্রিকইনফোকে গতকাল লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয়েছিল, আম্পায়ারদের আরও বেশি হস্তক্ষেপ করা উচিত ছিল। আমি যখন ক্রিজে যাই, তখন দুই মিনিট পার হয়নি—এটা পরিষ্কার ছিল। আর এটা তখনই দেখা যায় যে আমার হেলমেটটি ওই সময়েই ভেঙে যায়, মাঠে যাওয়ার আগেই নয়। তাই আমি যে রেগে গিয়েছিলাম, সেটার যথেষ্ট কারণ ছিল।’
আরও পড়ুন:

জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২ ঘণ্টা আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
২ ঘণ্টা আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩ ঘণ্টা আগে