ক্রীড়া ডেস্ক

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডিএল মেথডে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৯৮ রান। সে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল তারা। তারপরই আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। ম্যাচ অফিশিয়ালরা ডিএল মেথডে ৩৯ রানে জয়ী ঘোষণা করে বাংলাদেশকে।
আগে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৬৫ রানের জুটিতে স্কোর বাড়ায় বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জাওয়াদ এ ম্যাচে করেছেন ৩৫ বলে করেছেন ৩৮ রান। রানআউট হয়ে ফিরেছেন তিনি। তৃতীয় উইকেটে ৫৯ রানের আরেকটি জুটি গড়েন তামিম ও রিজান হাসান।
তামিম তুলে নিয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। ৮৪ বলে ৬৭ রানে রানে অপরাজিত থাকেন। ২৪ রানে অপরাজিত থাকেন রিজান। বাংলাদেশ তোলে ১৪৪ রান। ডিএল মেথডে ১৯৮ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়ায় নামা শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কান যুবারা। ৬৮ রানেই ৬ উইকেট হারায় তারা। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। কবিজা গামাগে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন। রামিরু পেরেরা ২১, সানুজা নিদুওয়ারা ১৭ ও চামিকা হিনাতিগালার ব্যাট থেকে আসে ১৬ রান। বাংলাদেশের আল ফাহাদ ও তামিম নিয়েছেন ২টি করে উইকেট।

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডিএল মেথডে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৯৮ রান। সে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল তারা। তারপরই আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। ম্যাচ অফিশিয়ালরা ডিএল মেথডে ৩৯ রানে জয়ী ঘোষণা করে বাংলাদেশকে।
আগে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৬৫ রানের জুটিতে স্কোর বাড়ায় বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জাওয়াদ এ ম্যাচে করেছেন ৩৫ বলে করেছেন ৩৮ রান। রানআউট হয়ে ফিরেছেন তিনি। তৃতীয় উইকেটে ৫৯ রানের আরেকটি জুটি গড়েন তামিম ও রিজান হাসান।
তামিম তুলে নিয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। ৮৪ বলে ৬৭ রানে রানে অপরাজিত থাকেন। ২৪ রানে অপরাজিত থাকেন রিজান। বাংলাদেশ তোলে ১৪৪ রান। ডিএল মেথডে ১৯৮ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়ায় নামা শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কান যুবারা। ৬৮ রানেই ৬ উইকেট হারায় তারা। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। কবিজা গামাগে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন। রামিরু পেরেরা ২১, সানুজা নিদুওয়ারা ১৭ ও চামিকা হিনাতিগালার ব্যাট থেকে আসে ১৬ রান। বাংলাদেশের আল ফাহাদ ও তামিম নিয়েছেন ২টি করে উইকেট।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে