ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের কোচ হিসেবে কাজ কার্লো আনচেলত্তির এখনো শুরু হয়নি। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত রাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগের কথা জানিয়েছে। ইতালিয়ান কোচের সঙ্গে সিবিএফের চুক্তিটা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে মাসে ৪০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাবেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৫৫ লাখ টাকা। বছরে বেতন হবে ১০২ কোটি ৬০ লাখ টাকা। আর যে ১৪ মাসের চুক্তি হয়েছে আনচেলত্তির সঙ্গে, তাতে তাঁর অ্যাকাউন্টে যাবে ১১৯ কোটি ৭০ লাখ টাকা। বেতনের সঙ্গে আনচেলত্তির জন্য পারফরম্যান্স বোনাসও থাকছে। ২০২৬ বিশ্বকাপ ব্রাজিল জিতলে বোনাস হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো (৬৭ কোটি ৩৩ লাখ টাকা)। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল! ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতলে আনচেলত্তি ১৪ মাসেই পাচ্ছেন ১৮৭ কোটি টাকা।
ব্রাজিলে ১৪ মাসে কাড়ি কাড়ি টাকা উপার্জনের পাশাপাশি আরও সুবিধা আনচেলত্তি পাবেন বলে শোনা যাচ্ছে। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তিনি রিও ডি জেনিরোয় চলে আসবেন। তাঁকে ব্রাজিলের এই শহরে থাকার জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে। এমনকি বিদেশ ভ্রমণ করতে তাঁকে একটি প্রাইভেট জেটও দেওয়া হবে বলে জানা গেছে।
আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে সমঝোতার মাধ্যমেই এক বছর আগেই ক্লাব ছেড়ে যাচ্ছেন তিনি। বার্নাব্যুর দলটির হয়ে দুই দফায় ১৫টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। দুবার একই মৌসুমে জিতেছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। আর ২৫ মে আনচেলত্তি ব্রাজিলে যাবেন বলে শোনা যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর পেরু, ইকুয়েডর—বিশ্বকাপ বাছাইপর্বের এই দুই দলের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা তিনি করবেন বলে জানা যাচ্ছে। সূচি অনুযায়ী ৬ ও ১১ জুন পেরু-ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল।
১৪ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ৩ হারে ৩১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দুই, তিন, চার ও পাঁচে থাকা ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট ২৩, ২১, ২১ ও ২১। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হলে আনচেলত্তিকে পাড়ি দিতে হবে বহুদূরের পথ। ২০২২ ফুটবল বিশ্বকাপের পর কোনো কোচই দীর্ঘদিন টিকতে পারছেন না। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে ভরাডুবির পর ব্রাজিলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন দরিভাল জুনিয়র।

ব্রাজিলের কোচ হিসেবে কাজ কার্লো আনচেলত্তির এখনো শুরু হয়নি। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত রাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগের কথা জানিয়েছে। ইতালিয়ান কোচের সঙ্গে সিবিএফের চুক্তিটা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে মাসে ৪০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাবেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৫৫ লাখ টাকা। বছরে বেতন হবে ১০২ কোটি ৬০ লাখ টাকা। আর যে ১৪ মাসের চুক্তি হয়েছে আনচেলত্তির সঙ্গে, তাতে তাঁর অ্যাকাউন্টে যাবে ১১৯ কোটি ৭০ লাখ টাকা। বেতনের সঙ্গে আনচেলত্তির জন্য পারফরম্যান্স বোনাসও থাকছে। ২০২৬ বিশ্বকাপ ব্রাজিল জিতলে বোনাস হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো (৬৭ কোটি ৩৩ লাখ টাকা)। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল! ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতলে আনচেলত্তি ১৪ মাসেই পাচ্ছেন ১৮৭ কোটি টাকা।
ব্রাজিলে ১৪ মাসে কাড়ি কাড়ি টাকা উপার্জনের পাশাপাশি আরও সুবিধা আনচেলত্তি পাবেন বলে শোনা যাচ্ছে। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তিনি রিও ডি জেনিরোয় চলে আসবেন। তাঁকে ব্রাজিলের এই শহরে থাকার জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে। এমনকি বিদেশ ভ্রমণ করতে তাঁকে একটি প্রাইভেট জেটও দেওয়া হবে বলে জানা গেছে।
আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে সমঝোতার মাধ্যমেই এক বছর আগেই ক্লাব ছেড়ে যাচ্ছেন তিনি। বার্নাব্যুর দলটির হয়ে দুই দফায় ১৫টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। দুবার একই মৌসুমে জিতেছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। আর ২৫ মে আনচেলত্তি ব্রাজিলে যাবেন বলে শোনা যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর পেরু, ইকুয়েডর—বিশ্বকাপ বাছাইপর্বের এই দুই দলের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা তিনি করবেন বলে জানা যাচ্ছে। সূচি অনুযায়ী ৬ ও ১১ জুন পেরু-ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল।
১৪ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ৩ হারে ৩১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দুই, তিন, চার ও পাঁচে থাকা ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট ২৩, ২১, ২১ ও ২১। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হলে আনচেলত্তিকে পাড়ি দিতে হবে বহুদূরের পথ। ২০২২ ফুটবল বিশ্বকাপের পর কোনো কোচই দীর্ঘদিন টিকতে পারছেন না। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে ভরাডুবির পর ব্রাজিলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন দরিভাল জুনিয়র।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে