ক্রীড়া ডেস্ক

এক সময় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা পাকিস্তানে ক্রিকেট এখন চলছে নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হচ্ছে দেশটির বিভিন্ন ভেন্যুতে। তবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১৭ বছর ধরে হচ্ছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
এ বছরের মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সূচি এখনো প্রকাশ করা না হলেও কবে হতে পারে, সেটার একটা ধারণা পাওয়া গেছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ নামে পাকিস্তানি সংবাদমাধ্যমে গতকাল এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানিয়েছে, ২৫ মে ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হতে পারে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এই ফয়সালাবাদে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ২০০৮ সালে। এখানেও জড়িয়ে বাংলাদেশ। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই স্টেডিয়ামে হতে পারে ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদনে জানা গেছে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন হতে পারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদন সত্যি হলে ১৭ বছরের অপেক্ষা শেষ হবে ইকবাল স্টেডিয়ামের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে। যার মধ্যে আর বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
আরও পড়ুন:

এক সময় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা পাকিস্তানে ক্রিকেট এখন চলছে নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হচ্ছে দেশটির বিভিন্ন ভেন্যুতে। তবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১৭ বছর ধরে হচ্ছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
এ বছরের মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সূচি এখনো প্রকাশ করা না হলেও কবে হতে পারে, সেটার একটা ধারণা পাওয়া গেছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ নামে পাকিস্তানি সংবাদমাধ্যমে গতকাল এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানিয়েছে, ২৫ মে ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হতে পারে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এই ফয়সালাবাদে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ২০০৮ সালে। এখানেও জড়িয়ে বাংলাদেশ। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই স্টেডিয়ামে হতে পারে ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদনে জানা গেছে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন হতে পারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদন সত্যি হলে ১৭ বছরের অপেক্ষা শেষ হবে ইকবাল স্টেডিয়ামের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে। যার মধ্যে আর বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
আরও পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৬ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১২ ঘণ্টা আগে