ক্রীড়া ডেস্ক

পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন মিচেল স্যান্টনার। বাঁ হাতের ঘূর্ণিজাদুতে তুলে নিয়েছেন ৭ উইকেট। ভেঙেছেন ২৫ বছরের পুরোনো রেকর্ড। তবু পরিসংখ্যানের দিকে তাকালে কিছুটা আক্ষেপও কাজ করতে পারে স্যান্টনারের।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল কাঁপিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিনে আজ ভারতকে ধসিয়ে দিয়েছেন স্যান্টনার। তাতে ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডে দুইয়ে উঠে এসেছেন। কিউই এই বাঁহাতি স্পিনার ৭ উইকেট নিয়েছেন ৫৩ রান খরচ করে। ২৫ বছর আগে করা ড্যানিয়েল ভেট্টরির ১২৭ রানে ৬ উইকেটের রেকর্ডটাকেও টপকে গেছেন স্যান্টনার। ভারতের মাঠে এই তালিকায় সবার ওপরে এজাজ প্যাটেল। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের ১০টা উইকেটই নিয়েছিলেন প্যাটেল।
ভারতের বিপক্ষে স্যান্টনারের নেওয়া ৭ উইকেটের ৪টাই এলবিডব্লিউ। বাকি তিন উইকেটের দুটি বোল্ড ও একটি ক্যাচ। বোঝাই যাচ্ছে কতটা লাইন লেংথ ঠিক রেখে বোলিং করেছেন কিউই বাঁহাতি স্পিনার। ধসানোর মূল কাজটা শুরু করেন শুবমান গিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। শেষটা স্যান্টনার করেছেন জসপ্রীত বুমরাকে ফিরিয়ে। ভারতীয় এই পেসারকে বিষাক্ত এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইনিংসের ইতি টেনেছেন স্যান্টনার। যার মধ্যে বিরাট কোহলিকে স্যান্টনার বোকা বানিয়েছেন দারুণভাবে। স্যান্টনারের লো ফুলটস বল স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন কোহলি।
পুনে টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। প্রথম ইনিংসে কিউইরা অলআউট হয়েছে ২৫৯ রানে। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন ডেভন কনওয়ে। ৪৩ মাস পর টেস্টে ফিরে ওয়াশিংটন নিয়েছেন ৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫৯ রানে ৭ উইকেট তাঁর সেরা বোলিং। এরপর স্যান্টনারের বাঁ হাতের ঘূর্ণিতে ভারত ১৫৬ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। গিল, যশস্বী জয়সওয়াল দুই জনই করেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান। ওয়াশিংটন এখানে ৩ উইকেট নিয়ে টেস্টে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের সেরা বোলিং
বোলিং ভেন্যু সাল
এজাজ প্যাটেল ১০/১১৯ ওয়াংখেড়ে ২০২১
মিচেল স্যান্টনার ৭/৫৩ পুনে ২০২৪
ড্যানিয়েল ভেট্টরি ৬/১২৭ কানপুর ১৯৯৯
হেডলি হাওয়ার্থ ৫/৩৪ নাগপুর ১৯৬৯
ড্যানিয়েল ভেট্টরি ৫/১৩৫ হায়দরাবাদ ২০১০

পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন মিচেল স্যান্টনার। বাঁ হাতের ঘূর্ণিজাদুতে তুলে নিয়েছেন ৭ উইকেট। ভেঙেছেন ২৫ বছরের পুরোনো রেকর্ড। তবু পরিসংখ্যানের দিকে তাকালে কিছুটা আক্ষেপও কাজ করতে পারে স্যান্টনারের।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল কাঁপিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিনে আজ ভারতকে ধসিয়ে দিয়েছেন স্যান্টনার। তাতে ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডে দুইয়ে উঠে এসেছেন। কিউই এই বাঁহাতি স্পিনার ৭ উইকেট নিয়েছেন ৫৩ রান খরচ করে। ২৫ বছর আগে করা ড্যানিয়েল ভেট্টরির ১২৭ রানে ৬ উইকেটের রেকর্ডটাকেও টপকে গেছেন স্যান্টনার। ভারতের মাঠে এই তালিকায় সবার ওপরে এজাজ প্যাটেল। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের ১০টা উইকেটই নিয়েছিলেন প্যাটেল।
ভারতের বিপক্ষে স্যান্টনারের নেওয়া ৭ উইকেটের ৪টাই এলবিডব্লিউ। বাকি তিন উইকেটের দুটি বোল্ড ও একটি ক্যাচ। বোঝাই যাচ্ছে কতটা লাইন লেংথ ঠিক রেখে বোলিং করেছেন কিউই বাঁহাতি স্পিনার। ধসানোর মূল কাজটা শুরু করেন শুবমান গিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। শেষটা স্যান্টনার করেছেন জসপ্রীত বুমরাকে ফিরিয়ে। ভারতীয় এই পেসারকে বিষাক্ত এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইনিংসের ইতি টেনেছেন স্যান্টনার। যার মধ্যে বিরাট কোহলিকে স্যান্টনার বোকা বানিয়েছেন দারুণভাবে। স্যান্টনারের লো ফুলটস বল স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন কোহলি।
পুনে টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। প্রথম ইনিংসে কিউইরা অলআউট হয়েছে ২৫৯ রানে। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন ডেভন কনওয়ে। ৪৩ মাস পর টেস্টে ফিরে ওয়াশিংটন নিয়েছেন ৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫৯ রানে ৭ উইকেট তাঁর সেরা বোলিং। এরপর স্যান্টনারের বাঁ হাতের ঘূর্ণিতে ভারত ১৫৬ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। গিল, যশস্বী জয়সওয়াল দুই জনই করেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান। ওয়াশিংটন এখানে ৩ উইকেট নিয়ে টেস্টে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের সেরা বোলিং
বোলিং ভেন্যু সাল
এজাজ প্যাটেল ১০/১১৯ ওয়াংখেড়ে ২০২১
মিচেল স্যান্টনার ৭/৫৩ পুনে ২০২৪
ড্যানিয়েল ভেট্টরি ৬/১২৭ কানপুর ১৯৯৯
হেডলি হাওয়ার্থ ৫/৩৪ নাগপুর ১৯৬৯
ড্যানিয়েল ভেট্টরি ৫/১৩৫ হায়দরাবাদ ২০১০

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৭ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে