নাসিম আহমেদ

সম্প্রতি প্রকাশিত সায়েন্স ডেইলির একটি প্রবন্ধে বিজ্ঞানী টি হান্ট উল্লেখ করেছেন, স্মৃতির সঙ্গে শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। হান্ট ও তাঁর সহকর্মীদের গবেষণায় এমন তথ্য উঠে আসে। গবেষকরা বলছেন, নতুন শিক্ষা মানুষের মস্তিষ্কে নতুন জিন সক্রিয় করে। এতে, মস্তিষ্কে নতুন স্নায়বিক পথও তৈরি হয়। এ গবেষণা মানুষের মানসিক প্রক্রিয়া সম্পর্কিত বহু প্রশ্নের উত্তর উন্মোচনে সহায়তা করবে বলে মনে করেন হান্ট।
স্মৃতি আর শিক্ষা বিষয়ক প্রক্রিয়াকে সবচেয়ে রহস্যময় এবং চিত্তাকর্ষক মানসিক প্রক্রিয়া বলে মনে করেন ব্রিটিশ বিজ্ঞানী এরিকা এলিজাবেথ। তাঁর মতে স্মৃতি ও শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। যার স্মৃতিশক্তি যত ভালো তাঁর শেখার ক্ষমতাও তত ভালো।
টিম হান্টের গবেষণা প্রবন্ধের আলোচ্য বিষয়গুলোকে সমর্থন জানিয়েছেন এরিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন শিক্ষার ভিত্তিতে আমাদের মাঝে নতুন স্মৃতি তৈরি হয়। এই শিক্ষা ও স্মৃতির মাধ্যমে আমরা পাল্টে যাই। সময়ের সঙ্গে আমাদের জ্ঞানী ও বিকশিত হওয়ারও অন্যতম মাধ্যম স্মৃতি ও শিক্ষা। ইতিবাচক শিক্ষা ও ইতিবাচক স্মৃতির মাধ্যমে আমরা বিকশিত হই। একই ভাবে নেতিবাচক শিক্ষা ও নেতিবাচক স্মৃতির কারণে আমাদের চারিত্রিক অবক্ষয় ও ধ্বংসাত্মক মনোভাব সৃষ্টি হতে পারে।
টিম হান্ট বলেন, স্মৃতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত জিনগুলো প্রধানত গুরুমস্তিষ্কের লিম্বিক সিস্টেমে থাকে। তাই এ অঞ্চলের স্নায়ুগুলো নিয়ে গঠিত ব্যবস্থাই স্মৃতি তৈরির সঙ্গে জড়িত। তবে স্মৃতি তৈরির প্রধান যায়গা হল লিম্বিক সিস্টেমের মধ্যে অবস্থিত হিপোক্যাম্পাস।
হান্টের সহযোগী গবেষক স্টেভেন জ্যাকসন বলেন, সচেতনভাবে আমরা যে সব শিক্ষা অর্জন করি তার ভিত্তিতে হিপোক্যাম্পাসে স্মৃতি তৈরি হয়।
বেশিরভাগ স্মৃতিই সচেতন মন থেকে অবচেতন মনে চলে যায়। পরিস্থিতি মোকাবেলা বা নতুন কিছু শেখার সময় অবচেতন মনের এসব স্মৃতি সচেতন মনে চলে এসে কাজকে সহজ করে তোলে।
তবে, বেশকিছু স্মৃতি হিপোক্যাম্পাসকে জড়িত না করেই কাজ সম্পাদন করে বলেও স্বীকার করেন জ্যাকসন। তিনি এসব স্মৃতিকে বলেছেন ‘স্বয়ংক্রিয় স্মৃতি’। এই স্বয়ংক্রিয় স্মৃতিগুলোও অবচেতন মনে অবস্থান করে।
হান্টের আরেকজন সহযোগী গবেষক জেফরি টি হাল বলেন, পরিচিত পথে আমরা চিন্তাভাবনা ছাড়াই হেটে যাই। স্বয়ংক্রিয় স্মৃতি বা অবচেতন স্মৃতির দিক নির্দেশনার জন্য এটি সম্ভব হয়। সচেতন ও অবচেতন স্মৃতি এভাবেই আমাদের মস্তিষ্কের কার্যক্রম বুঝতে সহায়তা করে।

সম্প্রতি প্রকাশিত সায়েন্স ডেইলির একটি প্রবন্ধে বিজ্ঞানী টি হান্ট উল্লেখ করেছেন, স্মৃতির সঙ্গে শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। হান্ট ও তাঁর সহকর্মীদের গবেষণায় এমন তথ্য উঠে আসে। গবেষকরা বলছেন, নতুন শিক্ষা মানুষের মস্তিষ্কে নতুন জিন সক্রিয় করে। এতে, মস্তিষ্কে নতুন স্নায়বিক পথও তৈরি হয়। এ গবেষণা মানুষের মানসিক প্রক্রিয়া সম্পর্কিত বহু প্রশ্নের উত্তর উন্মোচনে সহায়তা করবে বলে মনে করেন হান্ট।
স্মৃতি আর শিক্ষা বিষয়ক প্রক্রিয়াকে সবচেয়ে রহস্যময় এবং চিত্তাকর্ষক মানসিক প্রক্রিয়া বলে মনে করেন ব্রিটিশ বিজ্ঞানী এরিকা এলিজাবেথ। তাঁর মতে স্মৃতি ও শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। যার স্মৃতিশক্তি যত ভালো তাঁর শেখার ক্ষমতাও তত ভালো।
টিম হান্টের গবেষণা প্রবন্ধের আলোচ্য বিষয়গুলোকে সমর্থন জানিয়েছেন এরিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন শিক্ষার ভিত্তিতে আমাদের মাঝে নতুন স্মৃতি তৈরি হয়। এই শিক্ষা ও স্মৃতির মাধ্যমে আমরা পাল্টে যাই। সময়ের সঙ্গে আমাদের জ্ঞানী ও বিকশিত হওয়ারও অন্যতম মাধ্যম স্মৃতি ও শিক্ষা। ইতিবাচক শিক্ষা ও ইতিবাচক স্মৃতির মাধ্যমে আমরা বিকশিত হই। একই ভাবে নেতিবাচক শিক্ষা ও নেতিবাচক স্মৃতির কারণে আমাদের চারিত্রিক অবক্ষয় ও ধ্বংসাত্মক মনোভাব সৃষ্টি হতে পারে।
টিম হান্ট বলেন, স্মৃতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত জিনগুলো প্রধানত গুরুমস্তিষ্কের লিম্বিক সিস্টেমে থাকে। তাই এ অঞ্চলের স্নায়ুগুলো নিয়ে গঠিত ব্যবস্থাই স্মৃতি তৈরির সঙ্গে জড়িত। তবে স্মৃতি তৈরির প্রধান যায়গা হল লিম্বিক সিস্টেমের মধ্যে অবস্থিত হিপোক্যাম্পাস।
হান্টের সহযোগী গবেষক স্টেভেন জ্যাকসন বলেন, সচেতনভাবে আমরা যে সব শিক্ষা অর্জন করি তার ভিত্তিতে হিপোক্যাম্পাসে স্মৃতি তৈরি হয়।
বেশিরভাগ স্মৃতিই সচেতন মন থেকে অবচেতন মনে চলে যায়। পরিস্থিতি মোকাবেলা বা নতুন কিছু শেখার সময় অবচেতন মনের এসব স্মৃতি সচেতন মনে চলে এসে কাজকে সহজ করে তোলে।
তবে, বেশকিছু স্মৃতি হিপোক্যাম্পাসকে জড়িত না করেই কাজ সম্পাদন করে বলেও স্বীকার করেন জ্যাকসন। তিনি এসব স্মৃতিকে বলেছেন ‘স্বয়ংক্রিয় স্মৃতি’। এই স্বয়ংক্রিয় স্মৃতিগুলোও অবচেতন মনে অবস্থান করে।
হান্টের আরেকজন সহযোগী গবেষক জেফরি টি হাল বলেন, পরিচিত পথে আমরা চিন্তাভাবনা ছাড়াই হেটে যাই। স্বয়ংক্রিয় স্মৃতি বা অবচেতন স্মৃতির দিক নির্দেশনার জন্য এটি সম্ভব হয়। সচেতন ও অবচেতন স্মৃতি এভাবেই আমাদের মস্তিষ্কের কার্যক্রম বুঝতে সহায়তা করে।

সম্প্রতি অটোব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের ওপর পরিচালিত এযাবৎকালের সবচেয়ে বড় গবেষণায় নিশ্চিত করা হয়েছে, এই অবস্থার প্রধান হোতা আসলে ব্যাকটেরিয়া। নেচার মাইক্রোবায়োলজি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন রোগীদের অন্ত্রের অণুজীবের অ্যালকোহল বিপাক প্রক্রিয়ায় পরিবর্তন...
২ দিন আগে
বাঙালি পাতে এক টুকরা বড় কার্পের পেটি কিংবা মুড়িঘণ্ট না হলে ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এই সুস্বাদু অভিজ্ঞতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সূক্ষ্ম কাঁটা। কার্প মাছ নিয়ে ভোজনরসিকদের ধৈর্যের পরীক্ষা হয়। এক পরীক্ষায় দেখা গেছে, একটি সাধারণ কার্পে প্রায় ৮০টির বেশি ক্ষুদ্র ও ওয়াই-আকৃতির...
১১ দিন আগে
বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল উত্তপ্ত ম্যাগমায় ঢাকা এক অনাবাসযোগ্য পাথুরে গ্রহ। আজকের নীল-সবুজ, প্রাণে ভরপুর পৃথিবীতে তার রূপান্তরের ইতিহাস এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি উন্মোচিত হয়নি। তবে ২০২৫ সালে একের পর এক বৈজ্ঞানিক গবেষণা আমাদের এই গ্রহটির অতীত, গভীরতা ও অদ্ভুত আচরণ সম্পর্কে নতুন জানালা খুলে দিয়েছ
১৪ দিন আগে
তিনি বলেন, ‘তারমিম ভালোভাবে বেড়ে উঠছে। এর শারীরবৃত্তীয়, জৈব-রাসায়নিক ও শারীরিক সব সূচকই স্বাভাবিক রয়েছে। প্রত্যাশিতভাবে তারমিমের পেশির বৃদ্ধি তার অ-সম্পাদিত যমজ বোনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পার্থক্য আরও বাড়তে পারে বলে আমরা মনে করি।’
১৬ দিন আগে