মো. বেল্লাল হোসেন. দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের ঈগল প্রতীকের সমর্থনে গত ২০ ডিসেম্বর পিস্তল নিয়ে লিফলেট বিতরণ করেছিলেন যুবলীগ নেতা। তিনি দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সওকত। ওই দিন বিকেলে দশমিনা বাজারে ঈগল মার্কার সমর্থনে লিফলেট বিতরণের সময় তাঁর কোমরে আগ্নেয়াস্ত্র দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে আর অস্ত্র নিয়ে বেরোতে দেখা যায়নি।
এবার রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় নির্বাচনী প্রচারে দীর্ঘ নল বিশিষ্ট বন্দুক দেখা যায়। যুবলীগ নেতা শাখাওয়াতের সহচর মো. রুবেল হোসেনকে কাঁধে অস্ত্রটি বহন করতে দেখা যায়। যুবলীগ নেতার একান্ত সহচর তাঁর ফেসবুক আইডিতে সেই ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, শাখাওয়াত হোসেন সওকত সামনে হাঁটছেন, আর ঠিক পেছনে অস্ত্র কাঁধে হাঁটছেন রুবেল।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন, এ সময়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে নির্বাচনী এলাকায় ঘোরা জনমনে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করছে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, নির্বাচনী আচারবিধি সম্পর্কে সচেতন। এর আগেও তিনি দশমিনা বাজারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঈগল প্রতীকের লিফলেট বিতরণের সময় তাঁর লাইসেন্স করা অস্ত্র মাজায় দেখা যায়। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়ে নির্বাচন ইলেকট্রনিক কমিটিকে অবহিত করা হয়েছে, তাঁরা ব্যবস্থা নেবেন।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘তাঁকে (যুবলীগ নেতা শাখাওয়াত) অস্ত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি এখনো অস্ত্র জমা দেননি। আজকের বিষয়টি জানা নেই। আমি গুরুত্ব সহকারে দেখছি।’

পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের ঈগল প্রতীকের সমর্থনে গত ২০ ডিসেম্বর পিস্তল নিয়ে লিফলেট বিতরণ করেছিলেন যুবলীগ নেতা। তিনি দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সওকত। ওই দিন বিকেলে দশমিনা বাজারে ঈগল মার্কার সমর্থনে লিফলেট বিতরণের সময় তাঁর কোমরে আগ্নেয়াস্ত্র দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে আর অস্ত্র নিয়ে বেরোতে দেখা যায়নি।
এবার রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় নির্বাচনী প্রচারে দীর্ঘ নল বিশিষ্ট বন্দুক দেখা যায়। যুবলীগ নেতা শাখাওয়াতের সহচর মো. রুবেল হোসেনকে কাঁধে অস্ত্রটি বহন করতে দেখা যায়। যুবলীগ নেতার একান্ত সহচর তাঁর ফেসবুক আইডিতে সেই ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, শাখাওয়াত হোসেন সওকত সামনে হাঁটছেন, আর ঠিক পেছনে অস্ত্র কাঁধে হাঁটছেন রুবেল।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন, এ সময়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে নির্বাচনী এলাকায় ঘোরা জনমনে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করছে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, নির্বাচনী আচারবিধি সম্পর্কে সচেতন। এর আগেও তিনি দশমিনা বাজারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঈগল প্রতীকের লিফলেট বিতরণের সময় তাঁর লাইসেন্স করা অস্ত্র মাজায় দেখা যায়। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়ে নির্বাচন ইলেকট্রনিক কমিটিকে অবহিত করা হয়েছে, তাঁরা ব্যবস্থা নেবেন।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘তাঁকে (যুবলীগ নেতা শাখাওয়াত) অস্ত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি এখনো অস্ত্র জমা দেননি। আজকের বিষয়টি জানা নেই। আমি গুরুত্ব সহকারে দেখছি।’

২০২৬ সালকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গণমাধ্যমে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছাবাণী পাঠানো হয়েছিল। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায়...
১ ঘণ্টা আগে
তিনি আরও বলেন,‘ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
৫ ঘণ্টা আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
৫ ঘণ্টা আগে