নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবে বিএনপি। ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় এই কর্মসূচি পালন করা হবে।
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘ইতিমধ্যে প্রায় ৬ শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এঁদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছেন। এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। এ ক্ষেত্রে প্রায় সকলেই দাবি করেছেন যে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। গুম হওয়া অনেককেই নিজ বাসায় পরিবারের সদস্যদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অথবা আশপাশের পাড়াপ্রতিবেশী বা দোকানপাটে দাঁড়ানো লোকজন স্বচক্ষে দেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকেই তুলে নিয়ে যেতে।’
তিনি বলেন, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমের সংস্কৃতি চালু করেছেন। এ ক্ষেত্রে তিনি আর কত দূর অগ্রসর হবেন সেটি নিয়ে গোটা জাতি শঙ্কিত।
সংবাদ সম্মেলনে রাজধানীসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করার পাশাপাশি নানাভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর অভিযোগ, গত ২৮ জুলাই থেকে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সারা দেশে ১ হাজার ৬২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ ও সরকার দলের লোকজনের হামলায় অন্তত ১২ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ১৩ হাজার ৪৩০ জনকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

আগামীকাল বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবে বিএনপি। ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় এই কর্মসূচি পালন করা হবে।
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘ইতিমধ্যে প্রায় ৬ শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এঁদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছেন। এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। এ ক্ষেত্রে প্রায় সকলেই দাবি করেছেন যে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। গুম হওয়া অনেককেই নিজ বাসায় পরিবারের সদস্যদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অথবা আশপাশের পাড়াপ্রতিবেশী বা দোকানপাটে দাঁড়ানো লোকজন স্বচক্ষে দেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকেই তুলে নিয়ে যেতে।’
তিনি বলেন, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমের সংস্কৃতি চালু করেছেন। এ ক্ষেত্রে তিনি আর কত দূর অগ্রসর হবেন সেটি নিয়ে গোটা জাতি শঙ্কিত।
সংবাদ সম্মেলনে রাজধানীসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করার পাশাপাশি নানাভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর অভিযোগ, গত ২৮ জুলাই থেকে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সারা দেশে ১ হাজার ৬২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ ও সরকার দলের লোকজনের হামলায় অন্তত ১২ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ১৩ হাজার ৪৩০ জনকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
১৬ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
১১ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১৩ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১৩ ঘণ্টা আগে