নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের নামাজ আদায় করেছেন বিক্ষোভকারী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েছেন। জুমার নামাজের খুতবা পড়া হয়। জুমার নামাজ শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে। জুমার নামাজের ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।
বিক্ষোভকারীদের একটি অংশকে আশপাশের বিভিন্ন মসজিদেও যেতে দেখা যায়।
এর আগে বেলা ১২টা ২০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা মঞ্চেই নামাজ আদায়ের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কিন্তু অতিরিক্ত গরমের কারণে নামাজের স্থান পরিবর্তন করে যমুনার সামনে করা হয়। বেলা সাড়ে ১২টার পর সেখানে যেতে থাকেন তাঁরা।

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এসপিবিএন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পরে কিছু বিক্ষোভকারী দুপুর ১টার দিকে যমুনার সামনে যেতে চাইলে তাঁদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাদানুবাদ করতে দেখা যায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের নামাজ আদায় করেছেন বিক্ষোভকারী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েছেন। জুমার নামাজের খুতবা পড়া হয়। জুমার নামাজ শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে। জুমার নামাজের ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।
বিক্ষোভকারীদের একটি অংশকে আশপাশের বিভিন্ন মসজিদেও যেতে দেখা যায়।
এর আগে বেলা ১২টা ২০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা মঞ্চেই নামাজ আদায়ের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কিন্তু অতিরিক্ত গরমের কারণে নামাজের স্থান পরিবর্তন করে যমুনার সামনে করা হয়। বেলা সাড়ে ১২টার পর সেখানে যেতে থাকেন তাঁরা।

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এসপিবিএন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পরে কিছু বিক্ষোভকারী দুপুর ১টার দিকে যমুনার সামনে যেতে চাইলে তাঁদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাদানুবাদ করতে দেখা যায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
৯ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
৯ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
৯ ঘণ্টা আগে