Ajker Patrika

আ.লীগ নিষিদ্ধের সমাবেশে মোবাইল হারালেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে দলটি।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি সরকারের উদ্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে কয়েকটি দাবি উপস্থাপন করেন।

সমাবেশ চলাকালে পল্টন এলাকায় নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন নুরুল হক নুর। বিকেল ৫টার দিকে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানান।

পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘সিমসহ মোবাইলটি পল্টন এলাকায় মিছিল থেকে হারিয়ে গেছে। তাই কেউ যদি ওই নম্বরে কল বা মেসেজ পান, বিভ্রান্ত হবেন না।’ পোস্টের সঙ্গে তিনি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরও উল্লেখ করেন।

এ ছাড়া সমাবেশস্থলে আরও কয়েকজন নেতা-কর্মীকে মোবাইল খুঁজতে দেখা গেছে। দলের নেতারা অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

দলটির নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগকে ‘অবৈধ ও দুঃশাসনের প্রতীক’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবি জানিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত