নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, দুর্নীতির মামলায় দুই বছর বা তার অধিক সাজা হলে এমপি নির্বাচন করতে পারবেন না। তিনি আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত। দেশে যে আইন আছে সে আইনে যদি তিনি (খালেদা) যোগ্য হন তাহলে নির্বাচন করবেন, আর তিনি যদি অযোগ্য হন তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। তবে আপাতত যে আইন আছে তাতে মনে হয় না যে তিনি নির্বাচন করতে পারবেন।’
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন সচিব গোলাম সারওয়ার। এদিকে ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করেছে সরকার। এই বিষয়ে আগামী দুই-একদিনের মধ্যে সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন বলেও জানান আইনমন্ত্রী।
সংসদ নির্বাচনে অযোগ্যতার বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ ৬৬ (২) (ঘ) তে বলা আছে–নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কেউ দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হলে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর ওই দিনই খালেদাকে নেওয়া হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। এরপর খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল করেন। আর সাজার বাড়াতে আবেদন করে দুদক। শুনানি শেষে একই বছরের ৩০ অক্টোবর খালেদার সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। যা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। যা এখন শুনানির অপেক্ষায় রয়েছে।
এদিকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রীকে শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারের সদস্যদের আবেদনে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেয় সরকার। শর্ত ছিল খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। এর পর থেকে দফায় দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
তবে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘তারা আগে ক্ষমতা ছাড়ুক, তত্ত্বাবধায়ক আসুক, পারব কি না তখন দেখা যাবে।’
এ ছাড়া বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আইন যদি তার নিজস্ব গতিতে চলে, আইনি প্রক্রিয়াতেই বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাঁর তথাকথিত দণ্ড আইনবহির্ভূতভাবে এক ব্যক্তির ইচ্ছায় রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই দণ্ডাদেশের আইনগত কোনো বৈধতা নেই। যে কারণে এই দণ্ডাদেশকে আমরা কখনোই আমলে নেব না।’
কায়সার কামাল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং খালেদা জিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’

আগামী সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, দুর্নীতির মামলায় দুই বছর বা তার অধিক সাজা হলে এমপি নির্বাচন করতে পারবেন না। তিনি আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত। দেশে যে আইন আছে সে আইনে যদি তিনি (খালেদা) যোগ্য হন তাহলে নির্বাচন করবেন, আর তিনি যদি অযোগ্য হন তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। তবে আপাতত যে আইন আছে তাতে মনে হয় না যে তিনি নির্বাচন করতে পারবেন।’
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন সচিব গোলাম সারওয়ার। এদিকে ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করেছে সরকার। এই বিষয়ে আগামী দুই-একদিনের মধ্যে সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন বলেও জানান আইনমন্ত্রী।
সংসদ নির্বাচনে অযোগ্যতার বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ ৬৬ (২) (ঘ) তে বলা আছে–নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কেউ দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হলে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর ওই দিনই খালেদাকে নেওয়া হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। এরপর খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল করেন। আর সাজার বাড়াতে আবেদন করে দুদক। শুনানি শেষে একই বছরের ৩০ অক্টোবর খালেদার সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। যা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। যা এখন শুনানির অপেক্ষায় রয়েছে।
এদিকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রীকে শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারের সদস্যদের আবেদনে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেয় সরকার। শর্ত ছিল খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। এর পর থেকে দফায় দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
তবে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘তারা আগে ক্ষমতা ছাড়ুক, তত্ত্বাবধায়ক আসুক, পারব কি না তখন দেখা যাবে।’
এ ছাড়া বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আইন যদি তার নিজস্ব গতিতে চলে, আইনি প্রক্রিয়াতেই বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাঁর তথাকথিত দণ্ড আইনবহির্ভূতভাবে এক ব্যক্তির ইচ্ছায় রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই দণ্ডাদেশের আইনগত কোনো বৈধতা নেই। যে কারণে এই দণ্ডাদেশকে আমরা কখনোই আমলে নেব না।’
কায়সার কামাল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং খালেদা জিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
৬ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১৭ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৮ ঘণ্টা আগে