নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় নির্বাচন বানচাল করে অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্র মোকাবিলা করতে সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২২ জুন) আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, শুধু আমেরিকা নয়, পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী। তাদের সবাইকে দেখিয়ে দিতে হবে, আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়।
বিএনপিসহ কিছু দল নির্বাচনকে পণ্ড করার চেষ্টা করছে বলে বৈঠকে নেতাদের জানিয়ে শেখ হাসিনা বলেন, এটা মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ হবে। তাই নির্বাচন সুষ্ঠু করতে হবে।
সিটি নির্বাচনের মতো প্রয়োজনে সংসদ নির্বাচনেও কেন্দ্রে ক্যামেরা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির পাশাপাশি জাতীয় পার্টিও নির্বাচনে না আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনে অনাস্থা প্রকাশ করে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে চায় তারা। সেই চ্যালেঞ্জ ‘ওভারকাম’ করতে হবে।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না জেনে এই সরকারের অর্জনকে ম্লান করতে মাঠে নেমেছে একটি পক্ষ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে।
এর জবাব দেওয়ার জন্য নেতা–কর্মীদের নির্দেশনা দিয়ে সাধারণ মানুষের কাছে সরকারে অর্জন এবং বিএনপি জোটের অপকর্ম তুলে ধরতে বলেন।
কাদা ছোড়াছুড়ি নয়
বৈঠকে সূত্রে জানা গেছে, তৃণমূলের বিভিন্ন এলাকার নেতাদের কোন্দলের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে দলীয় সভাপতি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করার নির্দেশনা দেন। মনোনয়ন প্রত্যাশীরা এমপিদের শত্রু হিসেবে গণ্য করেন। পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে দল ও সরকারকে ক্ষতিগ্রস্ত না করার নির্দেশনা দেন শেখ হাসিনা।
সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সবাইকে এলাকায় যেতে হবে। কেউ যদি মনে করেন ঢাকায় বসে মনোনয়ন পেয়ে যাবেন এবং জয়ী হবেন, তাহলে ভুল করবেন।
স্থানীয় নেতৃত্বের সঙ্গে সংসদ সদস্যের কোনো ঝামেলা থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।
সাংগঠনিক প্রতিবেদন
বৈঠকে আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাঁদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। সেখানে তাঁরা কোন জেলার কী অবস্থা সেটি জানান। কোথায় কোথায় সমস্যা আছে সেটি জানান। কিছু জায়গায় আওয়ামী লীগ সভাপতি সিদ্ধান্ত জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে আর কোনো ইউনিটের (ওয়ার্ড থেকে জেলা) সম্মেলন না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে যেসব ইউনিটের সম্মেলন হয়েছে তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি, তা দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৈঠকে খুলনা বিভাগের প্রতিবেদনে ঝিনাইদহের শৈলকূপায় একটি হিন্দু মন্দির নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতার ছেলের সঙ্গে ঝামেলার তথ্য উঠে আসে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা।

আগামী জাতীয় নির্বাচন বানচাল করে অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্র মোকাবিলা করতে সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২২ জুন) আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, শুধু আমেরিকা নয়, পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী। তাদের সবাইকে দেখিয়ে দিতে হবে, আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়।
বিএনপিসহ কিছু দল নির্বাচনকে পণ্ড করার চেষ্টা করছে বলে বৈঠকে নেতাদের জানিয়ে শেখ হাসিনা বলেন, এটা মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ হবে। তাই নির্বাচন সুষ্ঠু করতে হবে।
সিটি নির্বাচনের মতো প্রয়োজনে সংসদ নির্বাচনেও কেন্দ্রে ক্যামেরা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির পাশাপাশি জাতীয় পার্টিও নির্বাচনে না আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনে অনাস্থা প্রকাশ করে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে চায় তারা। সেই চ্যালেঞ্জ ‘ওভারকাম’ করতে হবে।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না জেনে এই সরকারের অর্জনকে ম্লান করতে মাঠে নেমেছে একটি পক্ষ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে।
এর জবাব দেওয়ার জন্য নেতা–কর্মীদের নির্দেশনা দিয়ে সাধারণ মানুষের কাছে সরকারে অর্জন এবং বিএনপি জোটের অপকর্ম তুলে ধরতে বলেন।
কাদা ছোড়াছুড়ি নয়
বৈঠকে সূত্রে জানা গেছে, তৃণমূলের বিভিন্ন এলাকার নেতাদের কোন্দলের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে দলীয় সভাপতি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করার নির্দেশনা দেন। মনোনয়ন প্রত্যাশীরা এমপিদের শত্রু হিসেবে গণ্য করেন। পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে দল ও সরকারকে ক্ষতিগ্রস্ত না করার নির্দেশনা দেন শেখ হাসিনা।
সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সবাইকে এলাকায় যেতে হবে। কেউ যদি মনে করেন ঢাকায় বসে মনোনয়ন পেয়ে যাবেন এবং জয়ী হবেন, তাহলে ভুল করবেন।
স্থানীয় নেতৃত্বের সঙ্গে সংসদ সদস্যের কোনো ঝামেলা থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।
সাংগঠনিক প্রতিবেদন
বৈঠকে আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাঁদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। সেখানে তাঁরা কোন জেলার কী অবস্থা সেটি জানান। কোথায় কোথায় সমস্যা আছে সেটি জানান। কিছু জায়গায় আওয়ামী লীগ সভাপতি সিদ্ধান্ত জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে আর কোনো ইউনিটের (ওয়ার্ড থেকে জেলা) সম্মেলন না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে যেসব ইউনিটের সম্মেলন হয়েছে তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি, তা দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৈঠকে খুলনা বিভাগের প্রতিবেদনে ঝিনাইদহের শৈলকূপায় একটি হিন্দু মন্দির নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতার ছেলের সঙ্গে ঝামেলার তথ্য উঠে আসে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা।

কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
১৬ ঘণ্টা আগে