নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো শান্তি সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের। অধিকসংখ্যক নেতা-কর্মীর মঞ্চে ওঠায় বিরক্ত হন তিনি। বক্তব্যের একপর্যায়ে সেই বিরক্তি প্রকাশও করেন। যেখানে চলতি বছরের ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় নেতাদের ভারে মঞ্চ ভেঙে পড়ে গিয়েছিলেন ওবায়দুল কাদের।
আজ শুক্রবারের সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মাথা গরম করবেন না। সবাই মঞ্চে উঠবেন না। এখন এই চেহারাগুলো দেখাচ্ছেন। শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা ক্ষমতাসীন দল। আমাদের নেত্রী ডিসিপ্লিন মানেন। সবাই স্টেজে উঠে যাবেন, এটা কোনো কথা! এটা একটা নিয়ম আছে। আওয়ামী লীগের মঞ্চে একা শেখ হাসিনা থাকবেন। এ রকম ডিসিপ্লিন এই পার্টিতে আছে। সবাই একটা সুযোগ পেয়েছেন। নেতা হয়ে যাবেন এক দিনে? এটা তো হবে না। মঞ্চে নেতা সেজে পরে গিয়ে আমাকে জ্বালাতন করবেন। যুবলীগে ঢোকান, ছাত্রলীগে ঢোকান, যুব মহিলা লীগে ঢোকান। মহিলা আওয়ামী লীগে ঢোকান। আবার স্বেচ্ছাসেবক লীগে ঢোকান। এই জ্বালাতনে আমি মরে যাচ্ছি।’
আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কিছু ব্যক্তি চেহারা দেখাতে এসেছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আবার কিছু অপেক্ষা করছেন আগামী নির্বাচনে নমিনেশন চাইবেন। এখানকার নমিনেশনের চেহারাগুলোও আমি চিনি। এখানে নমিনেশন নেই। এলাকায় যান। মানুষের সঙ্গে মেশেন। মানুষ ভালো বললে, রিপোর্ট ভালো এলে নেত্রী বিবেচনা করবেন। ঢাকায় নেই নমিনেশন। শেখ হাসিনার নমিনেশন ঢাকায় নেই। এই নমিনেশন যার যার এলাকায়। বুঝতে পেরেছেন? ঠিক সেভাবে চলবেন।’
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি কোনো দেশ ভ্রমণ করতে যাননি। গিয়েছেন বাংলাদেশের জনগণকে বাঁচাতে, বাংলাদেশের গণতন্ত্র বাঁচাতে।’

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো শান্তি সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের। অধিকসংখ্যক নেতা-কর্মীর মঞ্চে ওঠায় বিরক্ত হন তিনি। বক্তব্যের একপর্যায়ে সেই বিরক্তি প্রকাশও করেন। যেখানে চলতি বছরের ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় নেতাদের ভারে মঞ্চ ভেঙে পড়ে গিয়েছিলেন ওবায়দুল কাদের।
আজ শুক্রবারের সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মাথা গরম করবেন না। সবাই মঞ্চে উঠবেন না। এখন এই চেহারাগুলো দেখাচ্ছেন। শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা ক্ষমতাসীন দল। আমাদের নেত্রী ডিসিপ্লিন মানেন। সবাই স্টেজে উঠে যাবেন, এটা কোনো কথা! এটা একটা নিয়ম আছে। আওয়ামী লীগের মঞ্চে একা শেখ হাসিনা থাকবেন। এ রকম ডিসিপ্লিন এই পার্টিতে আছে। সবাই একটা সুযোগ পেয়েছেন। নেতা হয়ে যাবেন এক দিনে? এটা তো হবে না। মঞ্চে নেতা সেজে পরে গিয়ে আমাকে জ্বালাতন করবেন। যুবলীগে ঢোকান, ছাত্রলীগে ঢোকান, যুব মহিলা লীগে ঢোকান। মহিলা আওয়ামী লীগে ঢোকান। আবার স্বেচ্ছাসেবক লীগে ঢোকান। এই জ্বালাতনে আমি মরে যাচ্ছি।’
আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কিছু ব্যক্তি চেহারা দেখাতে এসেছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আবার কিছু অপেক্ষা করছেন আগামী নির্বাচনে নমিনেশন চাইবেন। এখানকার নমিনেশনের চেহারাগুলোও আমি চিনি। এখানে নমিনেশন নেই। এলাকায় যান। মানুষের সঙ্গে মেশেন। মানুষ ভালো বললে, রিপোর্ট ভালো এলে নেত্রী বিবেচনা করবেন। ঢাকায় নেই নমিনেশন। শেখ হাসিনার নমিনেশন ঢাকায় নেই। এই নমিনেশন যার যার এলাকায়। বুঝতে পেরেছেন? ঠিক সেভাবে চলবেন।’
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি কোনো দেশ ভ্রমণ করতে যাননি। গিয়েছেন বাংলাদেশের জনগণকে বাঁচাতে, বাংলাদেশের গণতন্ত্র বাঁচাতে।’

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৮ ঘণ্টা আগে