নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের দিন রাজধানীতে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। ‘ভোট বর্জনের জন্য’ জনগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। এ সময় সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল তুলে দেন বিএনপির এই নেতা। ‘নতুন সংসদ সদস্যদের শপথ জনগণ গ্রহণ করবে না’—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ভোট বর্জনে জনগণকে ফুলেল শুভেচ্ছা। অবৈধ নির্বাচন জনগণ বর্জন করেছে। আমরা জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছি, এই ভোটে অংশগ্রহণ না করার জন্য।’
দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ভোটারবিহীন’ আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, ‘গত দুবারের মতো নতুন সংসদও অবৈধ। এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। এই নির্বাচন সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি। শুধু তা-ই নয়, জনগণের অংশগ্রহণবিহীন এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোও গ্রহণ করে নাই। আমরা মনে করি, এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ।’
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে গণসংযোগ করছে বিএনপি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর গুলশান-১-এ দলের নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ‘সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। আর জনগণ নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে।’
রিজভী আরও বলেন, ‘সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ এই দুঃশাসন আর মানবে না।’ এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের দিন রাজধানীতে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। ‘ভোট বর্জনের জন্য’ জনগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। এ সময় সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল তুলে দেন বিএনপির এই নেতা। ‘নতুন সংসদ সদস্যদের শপথ জনগণ গ্রহণ করবে না’—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ভোট বর্জনে জনগণকে ফুলেল শুভেচ্ছা। অবৈধ নির্বাচন জনগণ বর্জন করেছে। আমরা জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছি, এই ভোটে অংশগ্রহণ না করার জন্য।’
দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ভোটারবিহীন’ আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, ‘গত দুবারের মতো নতুন সংসদও অবৈধ। এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। এই নির্বাচন সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি। শুধু তা-ই নয়, জনগণের অংশগ্রহণবিহীন এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোও গ্রহণ করে নাই। আমরা মনে করি, এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ।’
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে গণসংযোগ করছে বিএনপি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর গুলশান-১-এ দলের নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ‘সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। আর জনগণ নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে।’
রিজভী আরও বলেন, ‘সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ এই দুঃশাসন আর মানবে না।’ এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৩ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৩ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৬ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৬ ঘণ্টা আগে