প্রতিনিধি, ঢাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আম, প্যাকেটজাত দুধ; স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং শিক্ষা সামগ্রীর মধ্যে কলম, খাতা ও স্কেল ছিল।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণদের আইকন হয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিচ্ছেন। আজ তাঁর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই, তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে সজীব ওয়াজেদ জয় যেভাবে এগিয়ে যাচ্ছেন; একই ভাবে প্রধানমন্ত্রী ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সব সময় কাজ করে যাব এবং শিক্ষার্থীদের যেকোনো ধরনের যৌক্তিক দাবিতে আমরা পাশে থাকব।
বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন আমরা সর্বপ্রথম সজীব ওয়াজেদ জয়ের চোখে দেখেছিলাম। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার সুফল আমরা এখন পাচ্ছি। তিনি একজন মেধাবী ব্যক্তিত্ব এবং পর্দার আড়ালের সঠিক একজন উদ্যোক্তা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় নিজেকে সমৃদ্ধ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার মা বাবা এবং জাতির পিতার মতো করেই বাংলাদেশের মানুষকে দেখছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সজীব ওয়াজেদ জয় দুজনকেই আমরা পেয়েছি। আজকে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বাংলাদেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পালিত হবে।
খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশু হাসান বলে, করোনার মধ্যে এই সব খাবার আর খাতা কলম পেয়ে আমি খুশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আম, প্যাকেটজাত দুধ; স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং শিক্ষা সামগ্রীর মধ্যে কলম, খাতা ও স্কেল ছিল।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণদের আইকন হয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিচ্ছেন। আজ তাঁর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই, তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে সজীব ওয়াজেদ জয় যেভাবে এগিয়ে যাচ্ছেন; একই ভাবে প্রধানমন্ত্রী ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সব সময় কাজ করে যাব এবং শিক্ষার্থীদের যেকোনো ধরনের যৌক্তিক দাবিতে আমরা পাশে থাকব।
বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন আমরা সর্বপ্রথম সজীব ওয়াজেদ জয়ের চোখে দেখেছিলাম। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার সুফল আমরা এখন পাচ্ছি। তিনি একজন মেধাবী ব্যক্তিত্ব এবং পর্দার আড়ালের সঠিক একজন উদ্যোক্তা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় নিজেকে সমৃদ্ধ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার মা বাবা এবং জাতির পিতার মতো করেই বাংলাদেশের মানুষকে দেখছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সজীব ওয়াজেদ জয় দুজনকেই আমরা পেয়েছি। আজকে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বাংলাদেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পালিত হবে।
খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশু হাসান বলে, করোনার মধ্যে এই সব খাবার আর খাতা কলম পেয়ে আমি খুশি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
১০ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১২ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১২ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
১৩ ঘণ্টা আগে