Ajker Patrika

চীন সফর শেষে দেশে ফিরল বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৫, ১৫: ১৪
চীন সফর শেষে দেশে ফিরল বিএনপির প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

৫ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল। শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সফর নিয়ে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের সফরটা ছিল মূলত রাজনৈতিক।

চীন সফর ফলপ্রসু হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সফরকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

তিনি বলেন, 'আমরা অভিভূত হয়েছি যে, কয়েক বছরে চীন অন্য এক উচ্চতায় পৌঁছেছে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক শক্তি দিয়ে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির পক্ষ থেকেও দুই দলের মধ্যে সংলাপের জন্য সিপিসিকে দাওয়াত করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে দেশে ফেরার বিমানে উঠার আগে শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরে মির্জা ফখরুল বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে।

শায়রুল কবির খান জানান, চীন সফরের শেষ দিনে শুক্রবার সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন কমিউনিটি কমিটির সেক্রেটারি। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পূনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করে তুলে ধরেন বিএনপির প্রতিনিধি দলের সামনে। সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ উর্ধতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

গত ২৩ জুন চীনে যায় বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত