নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতে ইসলামের ৫০ নেতার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৯ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।
হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম কত দূর এগিয়েছে, সেই প্রশ্নে দুদক সচিব বলেন, `আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার তথ্যের জন্য সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো।'
তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছি। সম্ভবত সেই রেফারেন্সে ব্যাংকের কাছে তথ্য চাওয়ার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তারপর হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।’
হেফাজত নেতাদের তথ্য পেতে দেরি হচ্ছে কিনা, এমন প্রশ্নে দুদক সচিব জানান, বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, হয়তো দেরি হচ্ছে। হেফাজতের ইসলামের গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, সেই এখতিয়ার তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া আছে বলেও জানান তিনি।
দুদক সচিব আরও জানান, হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রার ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ ছাড়া ভূমি অফিস ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

ঢাকা: হেফাজতে ইসলামের ৫০ নেতার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৯ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।
হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম কত দূর এগিয়েছে, সেই প্রশ্নে দুদক সচিব বলেন, `আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার তথ্যের জন্য সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো।'
তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছি। সম্ভবত সেই রেফারেন্সে ব্যাংকের কাছে তথ্য চাওয়ার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তারপর হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।’
হেফাজত নেতাদের তথ্য পেতে দেরি হচ্ছে কিনা, এমন প্রশ্নে দুদক সচিব জানান, বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, হয়তো দেরি হচ্ছে। হেফাজতের ইসলামের গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, সেই এখতিয়ার তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া আছে বলেও জানান তিনি।
দুদক সচিব আরও জানান, হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রার ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ ছাড়া ভূমি অফিস ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
বৈঠকে ডা. শফিকুর রহমান ও ইভারস আইজাবস বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে মূলত পুরো দেশকে অপমান করা হয়েছে।’ ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।’
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে