নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতে ইসলামের ৫০ নেতার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৯ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।
হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম কত দূর এগিয়েছে, সেই প্রশ্নে দুদক সচিব বলেন, `আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার তথ্যের জন্য সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো।'
তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছি। সম্ভবত সেই রেফারেন্সে ব্যাংকের কাছে তথ্য চাওয়ার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তারপর হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।’
হেফাজত নেতাদের তথ্য পেতে দেরি হচ্ছে কিনা, এমন প্রশ্নে দুদক সচিব জানান, বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, হয়তো দেরি হচ্ছে। হেফাজতের ইসলামের গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, সেই এখতিয়ার তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া আছে বলেও জানান তিনি।
দুদক সচিব আরও জানান, হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রার ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ ছাড়া ভূমি অফিস ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

ঢাকা: হেফাজতে ইসলামের ৫০ নেতার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৯ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।
হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম কত দূর এগিয়েছে, সেই প্রশ্নে দুদক সচিব বলেন, `আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার তথ্যের জন্য সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো।'
তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছি। সম্ভবত সেই রেফারেন্সে ব্যাংকের কাছে তথ্য চাওয়ার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তারপর হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।’
হেফাজত নেতাদের তথ্য পেতে দেরি হচ্ছে কিনা, এমন প্রশ্নে দুদক সচিব জানান, বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, হয়তো দেরি হচ্ছে। হেফাজতের ইসলামের গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, সেই এখতিয়ার তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া আছে বলেও জানান তিনি।
দুদক সচিব আরও জানান, হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রার ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ ছাড়া ভূমি অফিস ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৮ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৯ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৯ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৯ ঘণ্টা আগে