নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে না করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। বিএনপির চাওয়া অনুযায়ী নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সরকারকেই তার দায় নিতে হবে বলে জানিয়েছেন তারা।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আজ শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলপতি আব্দুল্লাহ আল নোমান সরকারকে উদ্দেশ্য একথা বলেন।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের ওই আলোচনায় আল নোমান বলেন, ‘বিনয়ের সঙ্গে বলতে চাই-পরিস্থিতি ঘোলাটে করবেন না। অনুমতি দিয়ে শান্ত পরিস্থিতি বজায় রাখুন। যদি কোন ব্যত্যয় ঘটে, তার জন্য আমরা দায়ী থাকব না। আপনারাই দায়ী থাকবেন।’
আল নোমান বলেন, দেশের সর্বত্র গায়েবি মামলা হচ্ছে, গণ গ্রেপ্তার হচ্ছে। তাতে সরকার লাভবান হচ্ছে বলে মনে করি না। জনগণ আরও বেশি উদ্দীপ্ত হয়ে প্রতিরোধ করার শপথ নিচ্ছে। জনগণ তাদের অধিকার আদায়ের জন্য দাবি জানাচ্ছে।
এদিন নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহিলা দলের কর্মী সভায় যোগ দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায় বিএনপি। কিন্তু কেউ সংঘাতের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকিয়ে হেফাজতের মতো ঘটনা ঘটাতে চায় সরকার। তবে হেফাজত আর বিএনপি এক নয় বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি। ঢাকার সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, সেদিন সরকার পতনের কোনো কর্মসূচি নয়, শান্তিপূর্ণ সমাবেশ হবে।
একই অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার আবার নির্যাতনের পথ বেছে নিয়েছে। অবরোধ ডেকে সমাবেশ বানচালের চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। বিশেষ অভিযানের নামে পুলিশি হয়রানি চলছে অভিযোগ করে তিনি বলেন, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশি অভিযানের নামে বিএনপি কর্মীদের গ্রেপ্তার-হয়রানি করা হবে। পুলিশের এ অভিযান বন্ধ করতে হবে।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে না করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। বিএনপির চাওয়া অনুযায়ী নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সরকারকেই তার দায় নিতে হবে বলে জানিয়েছেন তারা।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আজ শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলপতি আব্দুল্লাহ আল নোমান সরকারকে উদ্দেশ্য একথা বলেন।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের ওই আলোচনায় আল নোমান বলেন, ‘বিনয়ের সঙ্গে বলতে চাই-পরিস্থিতি ঘোলাটে করবেন না। অনুমতি দিয়ে শান্ত পরিস্থিতি বজায় রাখুন। যদি কোন ব্যত্যয় ঘটে, তার জন্য আমরা দায়ী থাকব না। আপনারাই দায়ী থাকবেন।’
আল নোমান বলেন, দেশের সর্বত্র গায়েবি মামলা হচ্ছে, গণ গ্রেপ্তার হচ্ছে। তাতে সরকার লাভবান হচ্ছে বলে মনে করি না। জনগণ আরও বেশি উদ্দীপ্ত হয়ে প্রতিরোধ করার শপথ নিচ্ছে। জনগণ তাদের অধিকার আদায়ের জন্য দাবি জানাচ্ছে।
এদিন নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহিলা দলের কর্মী সভায় যোগ দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায় বিএনপি। কিন্তু কেউ সংঘাতের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকিয়ে হেফাজতের মতো ঘটনা ঘটাতে চায় সরকার। তবে হেফাজত আর বিএনপি এক নয় বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি। ঢাকার সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, সেদিন সরকার পতনের কোনো কর্মসূচি নয়, শান্তিপূর্ণ সমাবেশ হবে।
একই অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার আবার নির্যাতনের পথ বেছে নিয়েছে। অবরোধ ডেকে সমাবেশ বানচালের চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। বিশেষ অভিযানের নামে পুলিশি হয়রানি চলছে অভিযোগ করে তিনি বলেন, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশি অভিযানের নামে বিএনপি কর্মীদের গ্রেপ্তার-হয়রানি করা হবে। পুলিশের এ অভিযান বন্ধ করতে হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
৪৪ মিনিট আগে
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহার করার সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে