Ajker Patrika

ঢাবির ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৪: ২৭
ঢাবির ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অনুমোদিত এ কমিটিগুলোতে ৫৯৩ জন শিক্ষার্থী পদ পেয়েছেন।

হলগুলোতে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবসহ বিভিন্ন পদে ছাত্রদলের নেতা–কর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটিগুলোতে সদস্যসংখ্যা ৩ থেকে শুরু করে সর্বোচ্চ ৬১।

বিস্তারিত হলভিত্তিক কমিটিগুলো নিম্নরূপ—

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৫১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিজভী আলম ও সদস্যসচিব জোবায়ের হোসেন।

কবি জসীমউদ্‌দীন হল: আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহেদ ও সদস্যসচিব মেহেদী হাসান সমন্বয়ে ৪৩ সদস্যের কমিটি।

মাস্টারদা সূর্যসেন হল: ৪৭ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়ন মোল্যা ও সদস্যসচিব মো. আবিদুর রহমান মিশু।

বিজয় একাত্তর হল: ৫৪ সদস্যের কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক ও সদস্যসচিব সাকিব বিশ্বাস।

শেখ মুজিবুর রহমান হল: আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশাররফ, সদস্যসচিব মো. সিহাব হোসেন (শাহেদ)সহ ৫৪ সদস্য।

হাজী মুহম্মদ মুহসীন হল: ৬১ সদস্যবিশিষ্ট সবচেয়ে বড় কমিটিতে রয়েছেন আহ্বায়ক আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ জিয়াম ও সদস্যসচিব মনসুর আহমেদ রাফি।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৫৬ সদস্যের কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামসুল হক আনান ও সদস্যসচিব শাহরিয়ার লিয়ন।

সলিমুল্লাহ মুসলিম হল: ১৮ সদস্যের কমিটির নেতৃত্বে আছেন আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন ও সদস্যসচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম।

ছাত্রদল

স্যার এ এফ রহমান হল: ৩৯ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না ও সদস্যসচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

জগন্নাথ হল: আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল ও সদস্যসচিব প্রসেনজিৎ বিশ্বাসসহ ৩৪ সদস্য।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ৪৮ সদস্যের কমিটিতে আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ ও সদস্যসচিব মো. জুনায়েদ আবরার।

ফজলুল হক মুসলিম হল: ৩৬ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্বে রয়েছেন মো. আবিদ হাসনাত, বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত ও মো. মেহেদী হাসান রুমী।

অমর একুশে হল: ২৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শাহনোমান জিওন ও সদস্যসচিব আব্দুল হামিদ।

রোকেয়া হল: ৮ সদস্যবিশিষ্ট নারী নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন শ্রাবণী আক্তার, শ্রাবন্তী হাসান বন্যা ও আনিকা বিনতে আশরাফ।

শামসুন নাহার হল: ৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক তায়েবা হাসান বিথী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিতু রানী সাহা ও সদস্যসচিব রাবেয়া খানম জেরিন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: মাত্র ৪ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী) ও সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৩ সদস্যের কমিটিতে রয়েছেন আহ্বায়ক নওশিন নাহার অথি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শারমিন খান ও সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস পুতুল।

কবি সুফিয়া কামাল হল: ৭ সদস্যবিশিষ্ট কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদা সুলতানা, জাকিয়া সুলতানা আলো ও তাসনিয়া জান্নাত চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত