নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) শীর্ষ তিন নেতাকে অব্যাহতির যে সিদ্ধান্ত দলটির চেয়ারম্যান জি এম কাদের নিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন ওই তিন নেতা। তাঁরা বলছেন, সম্পূর্ণ ‘বেআইনি ও অগঠনতান্ত্রিকভাবে’ সভা ডেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। চেয়ারম্যানের এই সিদ্ধান্ত তাঁরা মানেন না।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদ্য অব্যাহতি পাওয়া জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার ধারাবাহিকতায় গতকাল সোমবার আনিসুল ইসলাম, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হককে দলীয় পদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের। একই সঙ্গে শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব করা হয়।
এই প্রেক্ষাপটে আজ সংবাদ সম্মেলন ডেকে আনিসুল ইসলাম বলেন, জি এম কাদের যে সভা ডেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই সভা তিনি ডাকতে পারেন না। দলের গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব। তাই তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তাঁরা মানেন না। তাঁরা তাঁদের পদেই বহাল রয়েছেন।
জাপার গঠনতন্ত্রের যে ধারা অনুযায়ী ওই তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা বাতিলের দাবি জানিয়ে দলটির এই নেতা বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন স্বৈরাচারী ধারা থাকতে পারে না। এর মাধ্যমে চেয়ারম্যান একাই দলে যে কাউকে যুক্ত ও বহিষ্কার করতে পারেন। এই ধারা বাতিল করতে হবে।’
জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তাঁর কাছ থেকে জোর করে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব জি এম কাদের নেন বলেও অভিযোগ করেন আনিসুল ইসলাম।
দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টির কাউন্সিল আয়োজনের দাবি জানিয়ে আনিসুল ইসলাম বলেন, কাউন্সিলেই সিদ্ধান্ত হবে জাতীয় পার্টিতে কারা থাকবেন, কারা থাকবেন না।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উদ্দেশে মুজিবুল হক বলেন, ‘চেয়ারম্যান জি এম কাদের দলের ২৮ জনকে পদোন্নতি দিয়েছেন। অথচ মহাসচিব হিসেবে তা আমি জানি না। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে যাব। সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করব। আপনি যেতে না দিলেও আমরা যাব।
‘জাতীয় পার্টিকে ভাঙতে আমরা দেব না, আপনি যতই চেষ্টাই করুন। আপনি ব্যক্তিস্বার্থের জন্য দলকে ভাঙার পরিকল্পনা করবেন, তা আমরা হতে দেব না। আপনার চেয়ে এই দলে আমাদের অবদান বেশি। আমাদের দরদ বেশি। দলকে কোনো অবস্থাতেই ভাঙতে দেব না।’
শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্রে দল থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে অব্যাহতি পাওয়া জাপার আরেক নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জি এম কাদের দলের ক্ষতি করছেন। তিনি যা করছেন, তা কোনো সুস্থ রাজনীতিবিদ করতে পারেন না।’
জাতীয় পার্টি থেকে আগেই অব্যাহতি পাওয়া কাজী ফিরোজ রশীদও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘জাতীয় পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একদম ধ্বংসের কিনারায়। সেখান থেকে জাতীয় পার্টিকে কীভাবে উদ্ধার করা যায়, কীভাবে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করা যায়, রাজনীতিতে আমাদের অবস্থান কীভাবে ফিরে পেতে পারি, সে জন্য আজ এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার সাবেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, নাজমা আকতার, জসিমউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

জাতীয় পার্টির (জাপা) শীর্ষ তিন নেতাকে অব্যাহতির যে সিদ্ধান্ত দলটির চেয়ারম্যান জি এম কাদের নিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন ওই তিন নেতা। তাঁরা বলছেন, সম্পূর্ণ ‘বেআইনি ও অগঠনতান্ত্রিকভাবে’ সভা ডেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। চেয়ারম্যানের এই সিদ্ধান্ত তাঁরা মানেন না।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদ্য অব্যাহতি পাওয়া জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার ধারাবাহিকতায় গতকাল সোমবার আনিসুল ইসলাম, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হককে দলীয় পদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের। একই সঙ্গে শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব করা হয়।
এই প্রেক্ষাপটে আজ সংবাদ সম্মেলন ডেকে আনিসুল ইসলাম বলেন, জি এম কাদের যে সভা ডেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই সভা তিনি ডাকতে পারেন না। দলের গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব। তাই তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তাঁরা মানেন না। তাঁরা তাঁদের পদেই বহাল রয়েছেন।
জাপার গঠনতন্ত্রের যে ধারা অনুযায়ী ওই তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা বাতিলের দাবি জানিয়ে দলটির এই নেতা বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন স্বৈরাচারী ধারা থাকতে পারে না। এর মাধ্যমে চেয়ারম্যান একাই দলে যে কাউকে যুক্ত ও বহিষ্কার করতে পারেন। এই ধারা বাতিল করতে হবে।’
জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তাঁর কাছ থেকে জোর করে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব জি এম কাদের নেন বলেও অভিযোগ করেন আনিসুল ইসলাম।
দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টির কাউন্সিল আয়োজনের দাবি জানিয়ে আনিসুল ইসলাম বলেন, কাউন্সিলেই সিদ্ধান্ত হবে জাতীয় পার্টিতে কারা থাকবেন, কারা থাকবেন না।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উদ্দেশে মুজিবুল হক বলেন, ‘চেয়ারম্যান জি এম কাদের দলের ২৮ জনকে পদোন্নতি দিয়েছেন। অথচ মহাসচিব হিসেবে তা আমি জানি না। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে যাব। সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করব। আপনি যেতে না দিলেও আমরা যাব।
‘জাতীয় পার্টিকে ভাঙতে আমরা দেব না, আপনি যতই চেষ্টাই করুন। আপনি ব্যক্তিস্বার্থের জন্য দলকে ভাঙার পরিকল্পনা করবেন, তা আমরা হতে দেব না। আপনার চেয়ে এই দলে আমাদের অবদান বেশি। আমাদের দরদ বেশি। দলকে কোনো অবস্থাতেই ভাঙতে দেব না।’
শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্রে দল থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে অব্যাহতি পাওয়া জাপার আরেক নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জি এম কাদের দলের ক্ষতি করছেন। তিনি যা করছেন, তা কোনো সুস্থ রাজনীতিবিদ করতে পারেন না।’
জাতীয় পার্টি থেকে আগেই অব্যাহতি পাওয়া কাজী ফিরোজ রশীদও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘জাতীয় পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একদম ধ্বংসের কিনারায়। সেখান থেকে জাতীয় পার্টিকে কীভাবে উদ্ধার করা যায়, কীভাবে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করা যায়, রাজনীতিতে আমাদের অবস্থান কীভাবে ফিরে পেতে পারি, সে জন্য আজ এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার সাবেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, নাজমা আকতার, জসিমউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
২ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
২ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
২ ঘণ্টা আগে