নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছেন খালেদা জিয়া’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে ‘কাল্পনিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা ইদানীং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবাস্বপ্নেরই অংশ।’
আজ সোমবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে বছরের সেরা আবিষ্কার বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা যা বলছেন, তাতে মনে হয় কয়েক দিন পরে হয়তো বলবেন পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মিথ্যাচার বিএনপির ধর্ম, এটা সবাই জানে। বিএনপির কাজই হলো গোয়েবলসীয় কায়দায় নিরেট মিথ্যাচারকে বারবার উচ্চারণ করে সত্যে রূপদানের অপচেষ্টামাত্র। তবে দিন-দুপুরে নির্জলা মিথ্যাচারের একটি নতুন রেকর্ড। কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন (খালেদা জিয়া)? নব আবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।’
কাদের বলেন, শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ। তখনকার গণমাধ্যমে খবর প্রকাশিত এবং এই সেতুর ভিত্তিপ্রস্তরের ছবিও পত্রপত্রিকায় প্রকাশিত হয়, যা এখনো সংগৃহীত আছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ষড়যন্ত্র, মিথ্যাচার এবং গুজব পদ্মা সেতুর নির্মাণকে কোনোভাবেই বন্ধ করতে পারেনি। শেখ হাসিনার সাহসী পদক্ষেপে নিজস্ব অর্থায়নে গৌরবের এবং সক্ষমতার সেতু নির্মিত হওয়ায় বিএনপি নেতারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছেন। বিএনপি নিজেরা তো কিছুই করেনি, এখন দেশের উন্নয়নে তাদের গাত্রদাহ হয়। পদ্মা সেতুকে ঘিরে তাদের নানান অপপ্রচারের সঙ্গে এখন যুক্ত হলো খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের রূপকথার গল্প। এই গল্প সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়।

‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছেন খালেদা জিয়া’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে ‘কাল্পনিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা ইদানীং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবাস্বপ্নেরই অংশ।’
আজ সোমবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে বছরের সেরা আবিষ্কার বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা যা বলছেন, তাতে মনে হয় কয়েক দিন পরে হয়তো বলবেন পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মিথ্যাচার বিএনপির ধর্ম, এটা সবাই জানে। বিএনপির কাজই হলো গোয়েবলসীয় কায়দায় নিরেট মিথ্যাচারকে বারবার উচ্চারণ করে সত্যে রূপদানের অপচেষ্টামাত্র। তবে দিন-দুপুরে নির্জলা মিথ্যাচারের একটি নতুন রেকর্ড। কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন (খালেদা জিয়া)? নব আবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।’
কাদের বলেন, শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ। তখনকার গণমাধ্যমে খবর প্রকাশিত এবং এই সেতুর ভিত্তিপ্রস্তরের ছবিও পত্রপত্রিকায় প্রকাশিত হয়, যা এখনো সংগৃহীত আছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ষড়যন্ত্র, মিথ্যাচার এবং গুজব পদ্মা সেতুর নির্মাণকে কোনোভাবেই বন্ধ করতে পারেনি। শেখ হাসিনার সাহসী পদক্ষেপে নিজস্ব অর্থায়নে গৌরবের এবং সক্ষমতার সেতু নির্মিত হওয়ায় বিএনপি নেতারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছেন। বিএনপি নিজেরা তো কিছুই করেনি, এখন দেশের উন্নয়নে তাদের গাত্রদাহ হয়। পদ্মা সেতুকে ঘিরে তাদের নানান অপপ্রচারের সঙ্গে এখন যুক্ত হলো খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের রূপকথার গল্প। এই গল্প সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
২ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
৫ ঘণ্টা আগে