নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং দলটি নিষিদ্ধের দাবিতে আজ জুমার নামাজের পর আন্দোলন মঞ্চে বড় জমায়েতের প্রস্তুতি চলছে। সর্বস্তরের মানুষকে এই বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
আজ শুক্রবার সকাল ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
হাসনাত বলেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। বাংলাদেশপন্থী সব সাধারণ মানুষকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এক হয়ে আজকে জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তৈরি করা আন্দোলন মঞ্চে উপস্থিত হওয়ার আহ্বান করছি। এই আন্দোলন থেকে বোঝা যাবে, কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আর কারা নিষিদ্ধ চায় না। প্রধান উপদেষ্টাকে মনে করিয়ে দিচ্ছি, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, এটা ভুলে যাবেন না।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতার এই আন্দোলনে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সারা দেশে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
আরও পড়ুন:–

আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং দলটি নিষিদ্ধের দাবিতে আজ জুমার নামাজের পর আন্দোলন মঞ্চে বড় জমায়েতের প্রস্তুতি চলছে। সর্বস্তরের মানুষকে এই বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
আজ শুক্রবার সকাল ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
হাসনাত বলেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। বাংলাদেশপন্থী সব সাধারণ মানুষকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এক হয়ে আজকে জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তৈরি করা আন্দোলন মঞ্চে উপস্থিত হওয়ার আহ্বান করছি। এই আন্দোলন থেকে বোঝা যাবে, কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আর কারা নিষিদ্ধ চায় না। প্রধান উপদেষ্টাকে মনে করিয়ে দিচ্ছি, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, এটা ভুলে যাবেন না।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতার এই আন্দোলনে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সারা দেশে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
আরও পড়ুন:–

আলোচিত মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।
৩৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি হলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তবে এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি ছাড়ছেন না মুরসালীন।
১ ঘণ্টা আগে
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তাঁর বিকল্প হিসেবে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের....
১ ঘণ্টা আগে
২০২৬ সালকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গণমাধ্যমে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছাবাণী পাঠানো হয়েছিল। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায়...
৩ ঘণ্টা আগে