নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সময়ে করা পঞ্চম সংশোধনী অনুযায়ী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ও ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের’ সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের মুলতবি শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তাহের বলেন, ‘সংস্কার কমিশন সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদা—এ বিষয়গুলোকে সংবিধানের মূলনীতিতে আনতে চায়। আমরা এই বিষয়ে একমত জানিয়েছি। আওয়ামী লীগের সময়ে যে সংবিধান সংশোধন হয়েছে, তা আমরা পুরোপুরি বাদ দেওয়ার কথা বলেছি।’
তাহের আরও বলেন, ‘পঞ্চম সংশোধনী যেটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে হয়েছে, তাতে বিসমিল্লাহির রাহমানির রাহিম ছিল। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। তার সঙ্গে এই চারটি বিষয় যোগ করার কথা বলেছি। তবে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দল এখানে আপত্তি জানিয়েছে। তাদের দল হিসেবে যে আস্থার বিষয়, তা তারা জানিয়েছে। কিন্তু মেজর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপি, অন্যান্য ইসলামিক দলসহ অনেক দল এতে একমত।’
নায়েবে আমির বলেন, ‘প্রথমাংশে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে জীবদ্দশায় ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এমন সিদ্ধান্তে বেশির ভাগ দল একমত হয়েছে। এর মধ্যে বিএনপি ও দুটি ছোট রাজনৈতিক দল তাদের মতামত পরে জানাবে বলেছে।’
দুই মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন—এমন প্রস্তাব থেকে সরে এসেছেন কি না, জানতে চাইলে তাহের বলেন, ‘দুই মেয়াদের সরকার বলতে আমরা পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রিত্বকেই বলেছি। সে অনুযায়ী ১০ বছর দুই পূর্ণ মেয়াদই হয়। একই পার্লামেন্টারি মেয়াদে একাধিকজনকে প্রধানমন্ত্রী হতে দেখা গেছে। বিশেষ করে যুক্তরাজ্যের ক্ষেত্রে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, পাওয়ারকে লিমিট ও দেশের স্থিতিশীলতা নির্ধারণ করা।’
সংস্কার কমিশনের মাধ্যমে একমত হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘দুই-তিন দিনে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর টাইম পিরিয়ডের ক্ষেত্রে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ও সংরক্ষিত নারী আসনের বিষয়ে অনেকটা একমত হয়েছি। আমরা আশা করি, ভবিষ্যতে আমরা আরও এগোতে পারব।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সময়ে করা পঞ্চম সংশোধনী অনুযায়ী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ও ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের’ সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের মুলতবি শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তাহের বলেন, ‘সংস্কার কমিশন সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদা—এ বিষয়গুলোকে সংবিধানের মূলনীতিতে আনতে চায়। আমরা এই বিষয়ে একমত জানিয়েছি। আওয়ামী লীগের সময়ে যে সংবিধান সংশোধন হয়েছে, তা আমরা পুরোপুরি বাদ দেওয়ার কথা বলেছি।’
তাহের আরও বলেন, ‘পঞ্চম সংশোধনী যেটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে হয়েছে, তাতে বিসমিল্লাহির রাহমানির রাহিম ছিল। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। তার সঙ্গে এই চারটি বিষয় যোগ করার কথা বলেছি। তবে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দল এখানে আপত্তি জানিয়েছে। তাদের দল হিসেবে যে আস্থার বিষয়, তা তারা জানিয়েছে। কিন্তু মেজর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপি, অন্যান্য ইসলামিক দলসহ অনেক দল এতে একমত।’
নায়েবে আমির বলেন, ‘প্রথমাংশে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে জীবদ্দশায় ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এমন সিদ্ধান্তে বেশির ভাগ দল একমত হয়েছে। এর মধ্যে বিএনপি ও দুটি ছোট রাজনৈতিক দল তাদের মতামত পরে জানাবে বলেছে।’
দুই মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন—এমন প্রস্তাব থেকে সরে এসেছেন কি না, জানতে চাইলে তাহের বলেন, ‘দুই মেয়াদের সরকার বলতে আমরা পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রিত্বকেই বলেছি। সে অনুযায়ী ১০ বছর দুই পূর্ণ মেয়াদই হয়। একই পার্লামেন্টারি মেয়াদে একাধিকজনকে প্রধানমন্ত্রী হতে দেখা গেছে। বিশেষ করে যুক্তরাজ্যের ক্ষেত্রে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, পাওয়ারকে লিমিট ও দেশের স্থিতিশীলতা নির্ধারণ করা।’
সংস্কার কমিশনের মাধ্যমে একমত হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘দুই-তিন দিনে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর টাইম পিরিয়ডের ক্ষেত্রে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ও সংরক্ষিত নারী আসনের বিষয়ে অনেকটা একমত হয়েছি। আমরা আশা করি, ভবিষ্যতে আমরা আরও এগোতে পারব।’

গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে জামায়াত আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় আমরা বলেছি, দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশাআল্লাহ একসঙ্গে কাজ করব। তারেক রহমানসহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও করেছি।’
৮ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে সেখানে যান তিনি।
২ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতা দিয়ে ফেসবুকে দাদি বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান। কবিতার সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।
৩ ঘণ্টা আগে
জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন যে ৩০ জন নেতা এই সমঝোতা না করতে দলের আহ্বায়ককে স্মারকলিপি দিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রথম নামটি ছিল মুশফিকের। মুশফিক উস সালেহীনের পদত্যাগের মাধ্যমে জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা এনসিপি ছাড়লেন।
৪ ঘণ্টা আগে