নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সময়ে করা পঞ্চম সংশোধনী অনুযায়ী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ও ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের’ সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের মুলতবি শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তাহের বলেন, ‘সংস্কার কমিশন সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদা—এ বিষয়গুলোকে সংবিধানের মূলনীতিতে আনতে চায়। আমরা এই বিষয়ে একমত জানিয়েছি। আওয়ামী লীগের সময়ে যে সংবিধান সংশোধন হয়েছে, তা আমরা পুরোপুরি বাদ দেওয়ার কথা বলেছি।’
তাহের আরও বলেন, ‘পঞ্চম সংশোধনী যেটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে হয়েছে, তাতে বিসমিল্লাহির রাহমানির রাহিম ছিল। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। তার সঙ্গে এই চারটি বিষয় যোগ করার কথা বলেছি। তবে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দল এখানে আপত্তি জানিয়েছে। তাদের দল হিসেবে যে আস্থার বিষয়, তা তারা জানিয়েছে। কিন্তু মেজর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপি, অন্যান্য ইসলামিক দলসহ অনেক দল এতে একমত।’
নায়েবে আমির বলেন, ‘প্রথমাংশে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে জীবদ্দশায় ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এমন সিদ্ধান্তে বেশির ভাগ দল একমত হয়েছে। এর মধ্যে বিএনপি ও দুটি ছোট রাজনৈতিক দল তাদের মতামত পরে জানাবে বলেছে।’
দুই মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন—এমন প্রস্তাব থেকে সরে এসেছেন কি না, জানতে চাইলে তাহের বলেন, ‘দুই মেয়াদের সরকার বলতে আমরা পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রিত্বকেই বলেছি। সে অনুযায়ী ১০ বছর দুই পূর্ণ মেয়াদই হয়। একই পার্লামেন্টারি মেয়াদে একাধিকজনকে প্রধানমন্ত্রী হতে দেখা গেছে। বিশেষ করে যুক্তরাজ্যের ক্ষেত্রে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, পাওয়ারকে লিমিট ও দেশের স্থিতিশীলতা নির্ধারণ করা।’
সংস্কার কমিশনের মাধ্যমে একমত হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘দুই-তিন দিনে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর টাইম পিরিয়ডের ক্ষেত্রে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ও সংরক্ষিত নারী আসনের বিষয়ে অনেকটা একমত হয়েছি। আমরা আশা করি, ভবিষ্যতে আমরা আরও এগোতে পারব।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সময়ে করা পঞ্চম সংশোধনী অনুযায়ী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ও ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের’ সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের মুলতবি শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তাহের বলেন, ‘সংস্কার কমিশন সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদা—এ বিষয়গুলোকে সংবিধানের মূলনীতিতে আনতে চায়। আমরা এই বিষয়ে একমত জানিয়েছি। আওয়ামী লীগের সময়ে যে সংবিধান সংশোধন হয়েছে, তা আমরা পুরোপুরি বাদ দেওয়ার কথা বলেছি।’
তাহের আরও বলেন, ‘পঞ্চম সংশোধনী যেটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে হয়েছে, তাতে বিসমিল্লাহির রাহমানির রাহিম ছিল। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। তার সঙ্গে এই চারটি বিষয় যোগ করার কথা বলেছি। তবে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দল এখানে আপত্তি জানিয়েছে। তাদের দল হিসেবে যে আস্থার বিষয়, তা তারা জানিয়েছে। কিন্তু মেজর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপি, অন্যান্য ইসলামিক দলসহ অনেক দল এতে একমত।’
নায়েবে আমির বলেন, ‘প্রথমাংশে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে জীবদ্দশায় ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এমন সিদ্ধান্তে বেশির ভাগ দল একমত হয়েছে। এর মধ্যে বিএনপি ও দুটি ছোট রাজনৈতিক দল তাদের মতামত পরে জানাবে বলেছে।’
দুই মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন—এমন প্রস্তাব থেকে সরে এসেছেন কি না, জানতে চাইলে তাহের বলেন, ‘দুই মেয়াদের সরকার বলতে আমরা পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রিত্বকেই বলেছি। সে অনুযায়ী ১০ বছর দুই পূর্ণ মেয়াদই হয়। একই পার্লামেন্টারি মেয়াদে একাধিকজনকে প্রধানমন্ত্রী হতে দেখা গেছে। বিশেষ করে যুক্তরাজ্যের ক্ষেত্রে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, পাওয়ারকে লিমিট ও দেশের স্থিতিশীলতা নির্ধারণ করা।’
সংস্কার কমিশনের মাধ্যমে একমত হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘দুই-তিন দিনে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর টাইম পিরিয়ডের ক্ষেত্রে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ও সংরক্ষিত নারী আসনের বিষয়ে অনেকটা একমত হয়েছি। আমরা আশা করি, ভবিষ্যতে আমরা আরও এগোতে পারব।’

২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
২ ঘণ্টা আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১২ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১৩ ঘণ্টা আগে