নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগে যোগ দিয়েই বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়াকে নির্বাচনের চমক বলে মনে করছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতা। এক নেতার মতে, ভোটের মাঠে দলের পক্ষ থেকে চমকের কথা বলা হয়েছিল, সেই চমক হচ্ছে মনোনয়ন দাখিলের শেষ সময়ে শাহজাহান ওমরের নৌকা মার্কা পাওয়া।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগদান করার কথা জানান শাহজাহান ওমর। এ সময় তিনি ঝালকাঠি-১ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন সেই চিঠিও সাংবাদিকদের দেখান। যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন টানা তিনবারের এমপি বজলুল হক হারুন।
শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি নিয়ে আজ সন্ধ্যার পরে দলটির প্রায় ১০ জন সভাপতিমণ্ডলী এবং সম্পাদকমণ্ডলীর সদস্যের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। আলাপকালে অধিকাংশ নেতাই ঘটনাটি এ প্রতিবেদকের কাছ থেকে প্রথম শুনেছেন বলে জানান। আবার দু-একজন নির্বাচনী এলাকায় আছেন বলে জানান।
দলটির সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, ‘ভালো তো একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে যোগদান করেছে।’ আরেক নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন। এ রকম কেউ আমাদের দলে যোগদান করাটা ইতিবাচক। এটা আমাদের রাজনীতির চমক, নির্বাচনের চমক বলতে পারেন।’
রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গতকাল বুধবার জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। গতকাল বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পেয়ে আজ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন তিনি।
শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি দলটির কেন্দ্রীয় নেতারাও বুঝতে চেষ্টা করছেন বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমিও বুঝতে পারছি না। যা-ই হোক, তিনি তো একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য তিনি তাঁর যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখতে পারবেন।’

আওয়ামী লীগে যোগ দিয়েই বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়াকে নির্বাচনের চমক বলে মনে করছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতা। এক নেতার মতে, ভোটের মাঠে দলের পক্ষ থেকে চমকের কথা বলা হয়েছিল, সেই চমক হচ্ছে মনোনয়ন দাখিলের শেষ সময়ে শাহজাহান ওমরের নৌকা মার্কা পাওয়া।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগদান করার কথা জানান শাহজাহান ওমর। এ সময় তিনি ঝালকাঠি-১ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন সেই চিঠিও সাংবাদিকদের দেখান। যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন টানা তিনবারের এমপি বজলুল হক হারুন।
শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি নিয়ে আজ সন্ধ্যার পরে দলটির প্রায় ১০ জন সভাপতিমণ্ডলী এবং সম্পাদকমণ্ডলীর সদস্যের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। আলাপকালে অধিকাংশ নেতাই ঘটনাটি এ প্রতিবেদকের কাছ থেকে প্রথম শুনেছেন বলে জানান। আবার দু-একজন নির্বাচনী এলাকায় আছেন বলে জানান।
দলটির সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, ‘ভালো তো একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে যোগদান করেছে।’ আরেক নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন। এ রকম কেউ আমাদের দলে যোগদান করাটা ইতিবাচক। এটা আমাদের রাজনীতির চমক, নির্বাচনের চমক বলতে পারেন।’
রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গতকাল বুধবার জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। গতকাল বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পেয়ে আজ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন তিনি।
শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি দলটির কেন্দ্রীয় নেতারাও বুঝতে চেষ্টা করছেন বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমিও বুঝতে পারছি না। যা-ই হোক, তিনি তো একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য তিনি তাঁর যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখতে পারবেন।’

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৪ ঘণ্টা আগে