নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলীয় জোটের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন হবে বলে দাবি করেছেন জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। তিনি বলেন, ‘আমরা জানি, আমরা আবার, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, ১৪ দলীয় জোট নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করতে যাচ্ছি। এটাই হচ্ছে বাস্তবতা। এ বাস্তবতাকে সামনে রেখেই তারা (বিএনপি) কৌশল সাজাচ্ছে।’
আজ শুক্রবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে বিএনপিসহ দেশবিরোধী অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র করছে দাবি করে তার প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় এসব কথা বলেন নজিবুল বশর।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেনের সস্ত্রীক ছবি প্রকাশের পরে বিএনপির নেতারা রাতে ঘুমায়নি বলে দাবি করেন নজিবুল বশর। তিনি বলেন, ‘আমার কাছে খবর আছে তারা সারা রাত জেগে ছিল। তারা অন্য কিছু খেয়েছিল কিনা আমি জানি না। আজকে (শুক্রবার) যদি জেগে থাকে, সবাই ঝিমোচ্ছে। কারণ তারা দেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝখানে দাঁড়ানো। একপাশে দাঁড়ানো আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন, আরেক পাশে মিসেস বাইডেন। এই ছবি দেখার পরে তাদের চোখে ঘুম নাই। তারা বুঝে গেছে কি হতে যাচ্ছে। গ্লোবাল মেরুকরণ হয়ে যাচ্ছে। অতএব আমরাই আবার ওনার নেতৃত্বে ক্ষমতায় যাব।’
নজিবুল বশর বলেন, ‘শেখ হাসিনার সরকারে নেতৃত্বে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে এবং সেটা করবো এবং সবাই ভোট দেবে। বিএনপি আসলো কী, আসলো না, এতে কিছু আসে যায় না।’
বিএনপিকে উদ্দেশ্যে করে নজিবুল বশর বলেন, ‘নির্বাচনে আসুন। কিছু না কিছুতো ভোট পাবেন। কয়েকটা সিট পাবেন। না হলে আস্তাবলের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়ে যাবেন।’
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ইসলামিক নামধারী রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের আবেদন করে নজিবুল বশর বলেন, আমি জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে বাধ্য হব, এসব দলের নিবন্ধন চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করতে।
এ সময় তিনি জামায়াতের নিবন্ধন বাতিলের আবেদন, যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদ এবং সাঈদীর বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলার কথা তুলে ধরেন নজিবুল বশর। তিনি বলেন, ‘আমার মামলায় নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করিয়েছি। না করলে. . আপনারা যে বড় বড় কথা বলেন, মানবতাবিরোধী মামলায় ফাঁসি দিয়েছেন। ফাঁসি এখন হত কিনা বা মামলা এখনো করতেন কীনা সন্দেহ আছে।’
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলীয় জোটের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন হবে বলে দাবি করেছেন জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। তিনি বলেন, ‘আমরা জানি, আমরা আবার, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, ১৪ দলীয় জোট নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করতে যাচ্ছি। এটাই হচ্ছে বাস্তবতা। এ বাস্তবতাকে সামনে রেখেই তারা (বিএনপি) কৌশল সাজাচ্ছে।’
আজ শুক্রবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে বিএনপিসহ দেশবিরোধী অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র করছে দাবি করে তার প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় এসব কথা বলেন নজিবুল বশর।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেনের সস্ত্রীক ছবি প্রকাশের পরে বিএনপির নেতারা রাতে ঘুমায়নি বলে দাবি করেন নজিবুল বশর। তিনি বলেন, ‘আমার কাছে খবর আছে তারা সারা রাত জেগে ছিল। তারা অন্য কিছু খেয়েছিল কিনা আমি জানি না। আজকে (শুক্রবার) যদি জেগে থাকে, সবাই ঝিমোচ্ছে। কারণ তারা দেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝখানে দাঁড়ানো। একপাশে দাঁড়ানো আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন, আরেক পাশে মিসেস বাইডেন। এই ছবি দেখার পরে তাদের চোখে ঘুম নাই। তারা বুঝে গেছে কি হতে যাচ্ছে। গ্লোবাল মেরুকরণ হয়ে যাচ্ছে। অতএব আমরাই আবার ওনার নেতৃত্বে ক্ষমতায় যাব।’
নজিবুল বশর বলেন, ‘শেখ হাসিনার সরকারে নেতৃত্বে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে এবং সেটা করবো এবং সবাই ভোট দেবে। বিএনপি আসলো কী, আসলো না, এতে কিছু আসে যায় না।’
বিএনপিকে উদ্দেশ্যে করে নজিবুল বশর বলেন, ‘নির্বাচনে আসুন। কিছু না কিছুতো ভোট পাবেন। কয়েকটা সিট পাবেন। না হলে আস্তাবলের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়ে যাবেন।’
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ইসলামিক নামধারী রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের আবেদন করে নজিবুল বশর বলেন, আমি জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে বাধ্য হব, এসব দলের নিবন্ধন চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করতে।
এ সময় তিনি জামায়াতের নিবন্ধন বাতিলের আবেদন, যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদ এবং সাঈদীর বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলার কথা তুলে ধরেন নজিবুল বশর। তিনি বলেন, ‘আমার মামলায় নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করিয়েছি। না করলে. . আপনারা যে বড় বড় কথা বলেন, মানবতাবিরোধী মামলায় ফাঁসি দিয়েছেন। ফাঁসি এখন হত কিনা বা মামলা এখনো করতেন কীনা সন্দেহ আছে।’
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
৫ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
৬ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
৮ ঘণ্টা আগে