নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দাবি আদায়ের আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তির দাবি জনগণেরই দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।’
গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। বুধবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব।
চিকিৎসকদের বরাত দিয়ে অনুষ্ঠানে ফখরুল বলেন, `মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত। চিকিৎসকেরা মনে করছেন, বিএনপির চেয়ারপারসনের অনেকগুলো অসুখ আছে। এই অসুখগুলোর যে সামগ্রিক চিকিৎসা, সেই চিকিৎসার জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টার দরকার, যেটা এখানে সম্ভব নয়। যে কারণে বারবার আমরা বলছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি।'
বর্তমান সরকার খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক মামলা দিয়ে জোর করে আটকে রেখেছে—এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের খুব পরিষ্কার কথা। তাঁর (খালেদা) যেটা প্রাপ্য, জামিনটা তাঁর প্রাপ্য। এই মামলায় তাঁর জামিন অবশ্যই প্রাপ্য। তাঁকে জামিন দিতে হবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।’
এর আগে করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। প্রায় দুই মাস পরে গত ১৯ জুন তাঁকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় আনা হয়।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দাবি আদায়ের আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তির দাবি জনগণেরই দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।’
গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। বুধবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব।
চিকিৎসকদের বরাত দিয়ে অনুষ্ঠানে ফখরুল বলেন, `মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত। চিকিৎসকেরা মনে করছেন, বিএনপির চেয়ারপারসনের অনেকগুলো অসুখ আছে। এই অসুখগুলোর যে সামগ্রিক চিকিৎসা, সেই চিকিৎসার জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টার দরকার, যেটা এখানে সম্ভব নয়। যে কারণে বারবার আমরা বলছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি।'
বর্তমান সরকার খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক মামলা দিয়ে জোর করে আটকে রেখেছে—এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের খুব পরিষ্কার কথা। তাঁর (খালেদা) যেটা প্রাপ্য, জামিনটা তাঁর প্রাপ্য। এই মামলায় তাঁর জামিন অবশ্যই প্রাপ্য। তাঁকে জামিন দিতে হবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।’
এর আগে করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। প্রায় দুই মাস পরে গত ১৯ জুন তাঁকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় আনা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৩ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৫ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৫ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৬ ঘণ্টা আগে