নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন—এই প্রস্তাবে সব দল একমত না হলেও জামায়াতে ইসলামী চায়, জাতীয় ঐকমত্য কমিশন যেন এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে অনড় থাকে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘এখন পর্যন্ত সবাই একমত যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। অধিকাংশ দল যেহেতু এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে, এখন তা বাস্তবায়নের দায়িত্ব হলো ঐকমত্য কমিশনের। দেখি উনারা কী করেন। আমরা বিশ্বাস করি, কমিশন এ ব্যাপারে শক্ত থাকবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করতে সবাই একমত হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিবর্তন আনার প্রস্তাবনা এসেছে, যেখানে “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি” উল্লেখ থাকবে।
‘এই কথার সঙ্গে পঞ্চম সংশোধনীর “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তবে কমিউনিস্ট পার্টিসহ বেশ কয়েকটি দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছে।’
আজ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে নতুন প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নামও পরিবর্তন করা হয়েছে।
নতুন প্রস্তাবিত কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, নিম্নকক্ষ স্পিকার, উচ্চকক্ষ স্পিকার, বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলের দলীয় সদস্যদের মধ্য থেকে একজন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রধান বিচারপতি কর্তৃক আপিল বিভাগের একজন বিচারপতি।
এ বিষয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘এই কমিটির প্রস্তাবনা এসেছে যাতে কোনো একক ব্যক্তি স্বৈরাচার হতে না পারেন, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারেন। এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই এই প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছি।’

একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন—এই প্রস্তাবে সব দল একমত না হলেও জামায়াতে ইসলামী চায়, জাতীয় ঐকমত্য কমিশন যেন এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে অনড় থাকে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘এখন পর্যন্ত সবাই একমত যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। অধিকাংশ দল যেহেতু এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে, এখন তা বাস্তবায়নের দায়িত্ব হলো ঐকমত্য কমিশনের। দেখি উনারা কী করেন। আমরা বিশ্বাস করি, কমিশন এ ব্যাপারে শক্ত থাকবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করতে সবাই একমত হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিবর্তন আনার প্রস্তাবনা এসেছে, যেখানে “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি” উল্লেখ থাকবে।
‘এই কথার সঙ্গে পঞ্চম সংশোধনীর “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তবে কমিউনিস্ট পার্টিসহ বেশ কয়েকটি দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছে।’
আজ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে নতুন প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নামও পরিবর্তন করা হয়েছে।
নতুন প্রস্তাবিত কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, নিম্নকক্ষ স্পিকার, উচ্চকক্ষ স্পিকার, বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলের দলীয় সদস্যদের মধ্য থেকে একজন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রধান বিচারপতি কর্তৃক আপিল বিভাগের একজন বিচারপতি।
এ বিষয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘এই কমিটির প্রস্তাবনা এসেছে যাতে কোনো একক ব্যক্তি স্বৈরাচার হতে না পারেন, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারেন। এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই এই প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে আজ রুদ্ধদ্বার বৈঠক করেন দলগুলোর শীর্ষ নেতারা।মামুনুল হক বলেন, ‘১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
৫ মিনিট আগে
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রবাসীদের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে— কীভাবে ব্যালট পাঠানো হয়েছে, ভোট কীভাবে প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং কোথাও একসঙ্গে ২০০–৩০০ ব্যালট থাকলে কী ব্যাখ্যা দেওয়া হবে।’
১৯ মিনিট আগে
জাগপার সহসভাপতি বলেন, আমাদের অন্য ১০ দলের সমঝোতার আলোচনা মোটামুটি চূড়ান্ত। ইসলামী আন্দোলন আমাদের সঙ্গে আছে—এটাও বলব না। আবার চলে গেছে এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টার মধ্যেই।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে রুদ্ধদ্বার বৈঠক করছেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে আজ বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। আজ সকাল থেকেই রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে বৈঠক করছেন ইসলামী আন্দোলন ছাড়া অন্য দলগুলোর শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে