নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন—এই প্রস্তাবে সব দল একমত না হলেও জামায়াতে ইসলামী চায়, জাতীয় ঐকমত্য কমিশন যেন এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে অনড় থাকে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘এখন পর্যন্ত সবাই একমত যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। অধিকাংশ দল যেহেতু এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে, এখন তা বাস্তবায়নের দায়িত্ব হলো ঐকমত্য কমিশনের। দেখি উনারা কী করেন। আমরা বিশ্বাস করি, কমিশন এ ব্যাপারে শক্ত থাকবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করতে সবাই একমত হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিবর্তন আনার প্রস্তাবনা এসেছে, যেখানে “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি” উল্লেখ থাকবে।
‘এই কথার সঙ্গে পঞ্চম সংশোধনীর “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তবে কমিউনিস্ট পার্টিসহ বেশ কয়েকটি দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছে।’
আজ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে নতুন প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নামও পরিবর্তন করা হয়েছে।
নতুন প্রস্তাবিত কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, নিম্নকক্ষ স্পিকার, উচ্চকক্ষ স্পিকার, বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলের দলীয় সদস্যদের মধ্য থেকে একজন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রধান বিচারপতি কর্তৃক আপিল বিভাগের একজন বিচারপতি।
এ বিষয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘এই কমিটির প্রস্তাবনা এসেছে যাতে কোনো একক ব্যক্তি স্বৈরাচার হতে না পারেন, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারেন। এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই এই প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছি।’

একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন—এই প্রস্তাবে সব দল একমত না হলেও জামায়াতে ইসলামী চায়, জাতীয় ঐকমত্য কমিশন যেন এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে অনড় থাকে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘এখন পর্যন্ত সবাই একমত যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। অধিকাংশ দল যেহেতু এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে, এখন তা বাস্তবায়নের দায়িত্ব হলো ঐকমত্য কমিশনের। দেখি উনারা কী করেন। আমরা বিশ্বাস করি, কমিশন এ ব্যাপারে শক্ত থাকবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করতে সবাই একমত হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিবর্তন আনার প্রস্তাবনা এসেছে, যেখানে “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি” উল্লেখ থাকবে।
‘এই কথার সঙ্গে পঞ্চম সংশোধনীর “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তবে কমিউনিস্ট পার্টিসহ বেশ কয়েকটি দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছে।’
আজ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে নতুন প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নামও পরিবর্তন করা হয়েছে।
নতুন প্রস্তাবিত কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, নিম্নকক্ষ স্পিকার, উচ্চকক্ষ স্পিকার, বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলের দলীয় সদস্যদের মধ্য থেকে একজন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রধান বিচারপতি কর্তৃক আপিল বিভাগের একজন বিচারপতি।
এ বিষয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘এই কমিটির প্রস্তাবনা এসেছে যাতে কোনো একক ব্যক্তি স্বৈরাচার হতে না পারেন, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারেন। এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই এই প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছি।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
৪০ মিনিট আগে
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহার করার সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে