
সুষ্ঠু নির্বাচন করে শেখ হাসিনা ইতিহাসের অংশ হতে পারেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আলোচনায় ডা. জাফরুল্লাহ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করে শেখ হাসিনা ইতিহাসের অংশ হতে পারেন। আপনি ভয় পাবেন না, আপনার কিছু হবে না। শুধু একটা মামলা হবে, সেটা হলো অপচয়ের। আমি জানি না, আপনি কোনো দুর্নীতি করেছেন কিনা। তবে এতটুকু বলব, খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় হয়েছে, সেটা আপনার সঙ্গে হবে না। যদি হয়, তাহলে আমি আপনার পাশেই দাঁড়াব।’
বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ বলেন, “এখন থেকেই রাজপথে আন্দোলন শুরু করুন। ‘দলীয় সরকারকে হটাব, নির্বাচন করব।’ এই হোক আপনাদের স্লোগান। এখন থেকেই আন্দোলন করুন, আমাদের পাশে পাবেন।’ এ সময় আলেম, ছাত্র ও রাজনৈতিক কর্মীদের জেল থেকে ছেড়ে দিতে শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তিনি।
জাফরুল্লাহ আরও বলেন, ‘আধিপত্যবাদী ভারতকে বের করতে হবে।’ সরকারের ওপর ভারতের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমবার প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন, তখন নিয়ম ছিল সপ্তাহে এক দিন যে কেউ তাঁর সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু এখন তিনি সাধারণ মানুষ তো দূরের কথা, দলের কারও সঙ্গেই দেখা করেন না। অন্তরীণ হয়ে আছেন তিনি।’
জাফরুল্লাহ আরও বলেন, ‘আপনার পিতা কবরে বসে কষ্ট পাচ্ছেন। আপনার পিতা ভারতকে চিনেছিলেন বলেই দেশে এসেই তিনি ভারতীয় সেনা ফিরিয়ে নিতে বলেছিলেন। কিন্তু আপনি ভারতকে চিনলেন না। আজ কিছু হলেই বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। মামলা দিয়ে প্রতিপক্ষকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। আজ বঙ্গবন্ধুর কথা শুনি না, কিন্তু তাঁকে পূজা করি।’
সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফেলানী দিয়েই শেষ হয়নি, প্রতিদিন তারা দু-একজন বাংলাদেশিকে হত্যা করে। তাহলে তারা আমাদের কেমন বন্ধু? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত হবে র এবং মোসাহেবের হাত থেকে দেশকে রক্ষা করা। পর্দার আড়ালে থেকে তিনি সব করেন। এত দিন অজুহাত ছিল করোনা। এখন তো করোনা নেই। এখন উনি বের হচ্ছেন না কেন? ওনাকে যা লিখে দেওয়া হয়, উনি সেটাই বলেন।’
অনুষ্ঠানে সার্চ কমিটির সঙ্গে মিটিংয়ের বিষয়ে জাফরুল্লাহ বলেন, ‘আমিও সার্চ কমিটির মিটিংয়ে গিয়েছিলাম। কমিটিকে বলেছিলাম, আপনারা সফল নাকি ব্যর্থ, তা বোঝা যাবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। জনগণ হলো আসল সার্চের মালিক। হানিফ বললেন, আমি বিএনপির হয়ে নাম প্রস্তাব করেছি। উনি কেন এটা বললেন, আমি জানি না।’
নির্বাচন কমিশনার হিসেবে তাঁর প্রস্তাবিত নাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আটটা নাম প্রস্তাব করেছিলাম। এগুলো হলো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, সাবেক সেনাপ্রধান ইকবালুর রহিম ভূঁইয়া, বদিউল আলম মজুমদার, বিচারপতি নাজমুন আরা সুলতানা, শেখ হাসিনার ছোটবেলার খেলার সাথী সুলতানা কামাল ও সাবেক প্রতিরক্ষাসচিব হাবিবুল আলম আউয়াল। ওনার নাম দিয়েছি কারণ, উনি তদবির করে এক্সটেনশন নেননি। উনি প্রতিরক্ষাসচিব থাকাকালে সেনাবাহিনীর বিদ্যুৎ বিল নিয়ে কাজ করেছিলেন। তাই বুঝলাম ওনার জোর আছে। উনি পারবেন। আর ড. শওকত আলীর নাম আমি দিয়েছি। উনি মতিয়া চৌধুরী যখন কৃষিমন্ত্রী ছিলেন, তখন তাঁর সচিব ছিলেন। আর দিয়েছি খালেদ শামসের নাম। উনি একমাত্র সিএসপি, যিনি পাকিস্তান আমলে বাংলায় নাম লিখতেন। মোনায়েম খান তখন সবকিছুতে নাক গলাতেন। মোনায়ামের কথা শোনেননি বলে ওনাকে বান্দরবানে ট্রান্সফার করা হয়েছিল।’
জাফরুল্লাহ আরও বলেন, ‘হানিফ আবিষ্কার করলেন, এটা বিএনপির দেওয়া নাম। আমার সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের কারও গত তিন মাসে কথাও হয়নি। আরেকটা কথা বলা হয়েছে, আমি বিএনপির উপদেষ্টা। আমি বিএনপির কিছু নই। খালেদা জিয়া আমাকে বলেছিলেন, আপনি বিএনপিতে আসেন। আমি হাসতে হাসতে বলেছিলাম, যদি কাউন্সিলের মাধ্যমে হয়, তাহলে যাব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা হতে হবে, না হলে নয়।’

রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে আদর্শ স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচার জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। নির্বাচনী প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রথম দিনেই এই জনসভার মাধ্যমে প্রচার কার্যক্রমের সূত্রপাত করছে জামায়াত।
৩৩ মিনিট আগে
কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দলের জন্য ‘প্রটোকল বিএনপির চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।’
৪৪ মিনিট আগে
ধানের শীষ যখন দেশ পরিচালনা করেছে, কোনো মানুষ গুমের শিকার হয়নি। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের আইনপুরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব ‘দল, ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করতে চায়, আজ লড়াই এদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে জয়লাভ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে গিয়ে, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশা আল্লাহ।
২ ঘণ্টা আগে