নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের অধীনে নির্বাচনকালীন সরকারের দাবি জানিয়েছে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)। এই নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের মহাসচিবকেও আহ্বান জানিয়েছে দলটি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন ফর্মুলা’বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিজেপি।
সংবাদ সম্মেলনে বিজেপির প্রতিষ্ঠাতা মিঠুন চৌধুরী বলেন, “বর্তমান সময়ে দেশে একটি রাজনৈতিক দেউলিয়াপনা চলছে। সঠিক নির্বাচনব্যবস্থা নেই বিধায় এই অবস্থা বিরাজ করছে। এ থেকে জাতি মুক্তি চায়। শুধু জাতিসংঘ দায়িত্ব নিলেই সেটা সম্ভব। আমরা চাই ‘জাতিসংঘের অধীনে একটি জাতীয় সরকার গঠন’। সেই সরকার হবে নির্বাচনকালীন সরকার। সময় থাকবে তিন মাস এবং সেই সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। সেটাই আমাদের প্রত্যাশা।”
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশ জনতা পার্টি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা প্রদান করবে এবং এককভাবে নির্বাচন করার লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে গণসংযোগ ও প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করবে।
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার হবে মানবতার সরকার, আমাদের সরকার হবে জবাবদিহির সরকার। সেই পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আমরা কিছু গুণগত পরিবর্তন আনব। তার মধ্যে রয়েছে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের রাজনীতিতে এটি প্রতিষ্ঠা করা হবে। রাজনীতিতে কালো শব্দটা পরিহার করা হবে। সংখ্যালঘুদের জন্য পৃথক সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন ও বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে নির্যাতিত পরিবারগুলোকে আইনি সব সহযোগিতা প্রদান করা হবে। শুধু ঢাকাকেন্দ্রিক প্রশাসন নয়, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা হবে। প্রত্যেক বিভাগকে প্রাদেশিক সরকারে রূপান্তরিত করা হবে।’
সংবাদ সম্মেলনে বিজেপির কেন্দ্রীয় সংসদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের অধীনে নির্বাচনকালীন সরকারের দাবি জানিয়েছে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)। এই নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের মহাসচিবকেও আহ্বান জানিয়েছে দলটি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন ফর্মুলা’বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিজেপি।
সংবাদ সম্মেলনে বিজেপির প্রতিষ্ঠাতা মিঠুন চৌধুরী বলেন, “বর্তমান সময়ে দেশে একটি রাজনৈতিক দেউলিয়াপনা চলছে। সঠিক নির্বাচনব্যবস্থা নেই বিধায় এই অবস্থা বিরাজ করছে। এ থেকে জাতি মুক্তি চায়। শুধু জাতিসংঘ দায়িত্ব নিলেই সেটা সম্ভব। আমরা চাই ‘জাতিসংঘের অধীনে একটি জাতীয় সরকার গঠন’। সেই সরকার হবে নির্বাচনকালীন সরকার। সময় থাকবে তিন মাস এবং সেই সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। সেটাই আমাদের প্রত্যাশা।”
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশ জনতা পার্টি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা প্রদান করবে এবং এককভাবে নির্বাচন করার লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে গণসংযোগ ও প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করবে।
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার হবে মানবতার সরকার, আমাদের সরকার হবে জবাবদিহির সরকার। সেই পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আমরা কিছু গুণগত পরিবর্তন আনব। তার মধ্যে রয়েছে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের রাজনীতিতে এটি প্রতিষ্ঠা করা হবে। রাজনীতিতে কালো শব্দটা পরিহার করা হবে। সংখ্যালঘুদের জন্য পৃথক সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন ও বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে নির্যাতিত পরিবারগুলোকে আইনি সব সহযোগিতা প্রদান করা হবে। শুধু ঢাকাকেন্দ্রিক প্রশাসন নয়, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা হবে। প্রত্যেক বিভাগকে প্রাদেশিক সরকারে রূপান্তরিত করা হবে।’
সংবাদ সম্মেলনে বিজেপির কেন্দ্রীয় সংসদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সুরাইয়া বেগম বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে, এমন আশা তাঁর।
১ ঘণ্টা আগে
আগামী সরকারকে শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেছেন, আমলাতন্ত্র, রাষ্ট্রযন্ত্র আর কয়েকটা দল মিলে সংস্কারের সব সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে। এসবের মাধ্যমে আগামী সরকারকে হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট হওয়ার স
১৫ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গণভোটবিষয়ক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ভোটের আগে ‘দলীয়’ ডিসি–এসপিদের অপসারণ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে