নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তাঁরা এখন ক্ষমতার জন্য পাগল ও বেপরোয়া হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে। গণতন্ত্র, উন্নয়ন, মুক্তিযুদ্ধ এবং দেশও গিলে খাবে।’
আজ রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সেতুমন্ত্রী আধুনিকায়নকৃত বসুরহাট পৌরসভা বাস স্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।
তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশে মরে গেছে, তত্ত্বাবধায়ক আর জীবিত হবে না উল্লেখ করে কাদের বলেন, কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। ইউরোপ-আমেরিকার নেতারা এসেছেন। তাঁদের সঙ্গেও কথা বলেছি। তাঁদের দেশেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই এবং তাঁরা তত্ত্বাবধায়ক বোঝে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি একজন শিক্ষক ও সজ্জন ব্যক্তি হয়েও মিথ্যা বলায় পারদর্শী। একজন শিক্ষক হয়েও কীভাবে এত বিশ্রী ভাষায় গালি দিতে পারেন! তিনি একজন প্যাথলজিক্যাল লায়ার। ২০০৮ সালে খালেদা-ফখরুল বলেছিল, আওয়ামী লীগ ৩০ আসন পাবে। কিন্তু তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গিয়েছিল। তাঁরা এবং তাঁদের জোট পেয়েছিল ৩০ আসন। এখন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ১০ সিট পাবে। অথচ দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছে। শেখ হাসিনাই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন। নালিশ করতে করতে বিদেশিদের কাছ থেকে এখন বিএনপি পেয়েছে ঘোড়ার ডিম। এই দল এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ক্ষমতার লোভ করে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরে এখন শুধু শেখ হাসিনার পদত্যাগ চায়।’
ওবায়দুল কাদের বিরোধী দলের আন্দোলন-সংগ্রামকে উদ্দেশ্য করে বলেন, ‘আন্দোলনের নামে অগ্নিসংযোগ, ভাঙচুর সহ্য করা হবে না। যে হাত দিয়ে ভাঙচুর করতে আসবে, সে হাত ভেঙে দেওয়া হবে। যে হাত দিয়ে অগ্নিসংযোগ করতে আসবে, সে হাত জ্বালিয়ে দেওয়া হবে।’
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তাঁরা এখন ক্ষমতার জন্য পাগল ও বেপরোয়া হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে। গণতন্ত্র, উন্নয়ন, মুক্তিযুদ্ধ এবং দেশও গিলে খাবে।’
আজ রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সেতুমন্ত্রী আধুনিকায়নকৃত বসুরহাট পৌরসভা বাস স্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।
তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশে মরে গেছে, তত্ত্বাবধায়ক আর জীবিত হবে না উল্লেখ করে কাদের বলেন, কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। ইউরোপ-আমেরিকার নেতারা এসেছেন। তাঁদের সঙ্গেও কথা বলেছি। তাঁদের দেশেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই এবং তাঁরা তত্ত্বাবধায়ক বোঝে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি একজন শিক্ষক ও সজ্জন ব্যক্তি হয়েও মিথ্যা বলায় পারদর্শী। একজন শিক্ষক হয়েও কীভাবে এত বিশ্রী ভাষায় গালি দিতে পারেন! তিনি একজন প্যাথলজিক্যাল লায়ার। ২০০৮ সালে খালেদা-ফখরুল বলেছিল, আওয়ামী লীগ ৩০ আসন পাবে। কিন্তু তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গিয়েছিল। তাঁরা এবং তাঁদের জোট পেয়েছিল ৩০ আসন। এখন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ১০ সিট পাবে। অথচ দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছে। শেখ হাসিনাই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন। নালিশ করতে করতে বিদেশিদের কাছ থেকে এখন বিএনপি পেয়েছে ঘোড়ার ডিম। এই দল এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ক্ষমতার লোভ করে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরে এখন শুধু শেখ হাসিনার পদত্যাগ চায়।’
ওবায়দুল কাদের বিরোধী দলের আন্দোলন-সংগ্রামকে উদ্দেশ্য করে বলেন, ‘আন্দোলনের নামে অগ্নিসংযোগ, ভাঙচুর সহ্য করা হবে না। যে হাত দিয়ে ভাঙচুর করতে আসবে, সে হাত ভেঙে দেওয়া হবে। যে হাত দিয়ে অগ্নিসংযোগ করতে আসবে, সে হাত জ্বালিয়ে দেওয়া হবে।’
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান প্রমুখ।

মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
২১ মিনিট আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
২৪ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে জামায়াত আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় আমরা বলেছি, দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশা আল্লাহ একসঙ্গে কাজ করব। তারেক রহমানসহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও করেছি।’
২ ঘণ্টা আগে