নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনো প্রশ্ন আছে এবং এসব প্রশ্নের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর বনানী কবরস্থানে আজ শুক্রবার সকালে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জি এম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় পিলখানা হত্যাযজ্ঞের শিকার তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিন আহমেদ এবং কর্নেল কুদরত ইলাহীর ছেলে জাপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।
জাপা মহাসচিব বলেন, ‘এর (পিলখানা হত্যাকাণ্ড) পেছনে অবশ্যই বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল। কিন্তু কথা হচ্ছে, কেন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পারেনি? আবার যদি জানতে পারে, তাহলে কেন এই ষড়যন্ত্র প্রতিরোধ করা হলো না—এই বিষয়গুলো এখনো মানুষের মনে সংশয়, সন্দেহ ও বেদনা সৃষ্টি করে।’
জি এম কাদের বলেন, ‘আমরা মনে করি এই সব প্রশ্নের অবসান হওয়া উচিত এবং সবাইকেই নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহির আওতায় আসা উচিত। কারণ জবাবদিহির অভাবে অনেক বড় ধরনের অঘটন ঘটে যায়। সব ক্ষেত্রে যেমন শৃঙ্খলা রক্ষা দরকার, ঠিক তেমনিভাবে শৃঙ্খলা রক্ষা হচ্ছে কি না বা কার কী দায়িত্ব তার জবাবদিহিও সুনিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
এ সময় জাপার শীর্ষ নেতাদের মধ্যে পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনো প্রশ্ন আছে এবং এসব প্রশ্নের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর বনানী কবরস্থানে আজ শুক্রবার সকালে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জি এম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় পিলখানা হত্যাযজ্ঞের শিকার তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিন আহমেদ এবং কর্নেল কুদরত ইলাহীর ছেলে জাপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।
জাপা মহাসচিব বলেন, ‘এর (পিলখানা হত্যাকাণ্ড) পেছনে অবশ্যই বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল। কিন্তু কথা হচ্ছে, কেন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পারেনি? আবার যদি জানতে পারে, তাহলে কেন এই ষড়যন্ত্র প্রতিরোধ করা হলো না—এই বিষয়গুলো এখনো মানুষের মনে সংশয়, সন্দেহ ও বেদনা সৃষ্টি করে।’
জি এম কাদের বলেন, ‘আমরা মনে করি এই সব প্রশ্নের অবসান হওয়া উচিত এবং সবাইকেই নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহির আওতায় আসা উচিত। কারণ জবাবদিহির অভাবে অনেক বড় ধরনের অঘটন ঘটে যায়। সব ক্ষেত্রে যেমন শৃঙ্খলা রক্ষা দরকার, ঠিক তেমনিভাবে শৃঙ্খলা রক্ষা হচ্ছে কি না বা কার কী দায়িত্ব তার জবাবদিহিও সুনিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
এ সময় জাপার শীর্ষ নেতাদের মধ্যে পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১০ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১১ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৪ ঘণ্টা আগে