
বছর না গড়াতে নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চে ভাঙনের সুর। এই জোট থেকে বেরিয়ে গেল গণ অধিকার পরিষদ। জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
চলমান যুগপৎ আন্দোলনকে বেগবান করতেই এই সিদ্ধান্ত এমনটা উল্লেখ করে আবু হানিফ বলেন, ‘আজ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষ্যে শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণ অধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সকল দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।’
আবু হানিফ আরও বলেন, ‘নানা বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের বিরূপ আচরণ আমাদের দলের নেতা-কর্মীরা অনেকটাই হতাশ।’
বাংলাদেশের সাতটি রাজনৈতিক দল নিয়ে গত বছর গঠিত হয়েছিল গণতন্ত্র মঞ্চ নামে রাজনৈতিক জোট। দলগুলো হলো: জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আসলে বৃহৎ স্বার্থে কাজ করতে চাই ডান, বাম নির্বিশেষে। মূলত এই কারণেই বেড়িয়ে আসা। এ ছাড়া বেশ কিছু দিন থেকেই নানা বিষয়ে মতবিরোধ ছিল। তবে সরকার বিরোধী আন্দোলনের বৃহৎ স্বার্থেই মূলত আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
গণতন্ত্র মঞ্চের অন্যতম শরীক দল নাগরিক ঐক্যের সভাপতি ও জোটের নেতা মাহমুদুর রহমান মান্না এ বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে আজকের পত্রিকাকে জানান। তিনি বলেন, ‘তারা জোট থেকে বেড়িয়ে যাওয়ার বিষয়টি জানি না। ওরা তো বাইরে বাইরেই ছিল শুরু থেকেই। এখন হুট করে ছেড়ে যাওয়ার বিষয়টি আমি জানি না। ওরা যখন আমাদের সঙ্গে ছিল তখনো জোরালোভাবে ছিল না। অনুষ্ঠানে আসত, বক্তৃতা করত চলে যেত।’

রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে আদর্শ স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচার জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। নির্বাচনী প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রথম দিনেই এই জনসভার মাধ্যমে প্রচার কার্যক্রমের সূত্রপাত করছে জামায়াত।
২৭ মিনিট আগে
কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দলের জন্য ‘প্রটোকল বিএনপির চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।’
৩৮ মিনিট আগে
ধানের শীষ যখন দেশ পরিচালনা করেছে, কোনো মানুষ গুমের শিকার হয়নি। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের আইনপুরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব ‘দল, ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করতে চায়, আজ লড়াই এদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে জয়লাভ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে গিয়ে, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশা আল্লাহ।
২ ঘণ্টা আগে