আজকের পত্রিকা ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের নামকরণ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
ছাত্র-জনতার আন্দোলনে পঙ্গুত্ববরণকারীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যাঁরা শহীদ হয়েছেন, সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন—এ রকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, সেগুলো শহীদদের নামে হবে। প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের আছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সরকারের পক্ষ থেকে লক্ষ্য থাকবে তাঁদের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে।
দেশের অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা সকলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে আমরা যে রকম বাংলাদেশ কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।’
বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে পক্ষ থেকে পঙ্গুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন রুহুল কবির রিজভী।

বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের নামকরণ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
ছাত্র-জনতার আন্দোলনে পঙ্গুত্ববরণকারীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যাঁরা শহীদ হয়েছেন, সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন—এ রকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, সেগুলো শহীদদের নামে হবে। প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের আছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সরকারের পক্ষ থেকে লক্ষ্য থাকবে তাঁদের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে।
দেশের অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা সকলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে আমরা যে রকম বাংলাদেশ কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।’
বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে পক্ষ থেকে পঙ্গুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন রুহুল কবির রিজভী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১৪ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১৫ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১৫ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৮ ঘণ্টা আগে