নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হয়রানির উদ্দেশ্যে ভিত্তিহীন মামলায় গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেছে দলটি। দলটির দাবি, ভিন্নমত দমন ও সরকারবিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে সরকারের ইঙ্গিতে এসব করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
২০২২ সালের ১ জুন নুর তাঁর ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে লেখা পোস্ট করেন। পরে কটূক্তির অভিযোগে ২০২২ সালের ১৪ জুন মামলা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম। সেই মামলায় নুরকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবীর গ্রেপ্তারের আদেশ দেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মো. রাশেদ খান বলেন, ভিন্নমত দমন ও সরকারবিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে এবং হয়রানির উদ্দেশ্যে নুরুল হক নুরের বিরুদ্ধে ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জনবিচ্ছিন্ন ভারতীয় তাঁবেদার সরকার দেশে একদলীয় শাসন স্থায়ী করতে ভিন্নমত নির্মূলে প্রশাসন, আদালতকে দলীয়করণ করে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় আদালতও এখন সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। বিচারব্যবস্থাও কার্যত এখন সরকারের হাতে বাক্সবন্দী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসও যার ভুক্তভোগী।
রাশেদ বলেন, সরকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আপসহীন কণ্ঠ থামিয়ে দিতেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নুরুল হক নুর এ দেশের মানুষের কাছে এক সংগ্রামী চরিত্রের নাম। হামলা-মামলা করে অতীতেও তাঁর মনোবল দমন করা যায়নি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও তাঁর মনোবল দুর্বল করা যাবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

হয়রানির উদ্দেশ্যে ভিত্তিহীন মামলায় গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেছে দলটি। দলটির দাবি, ভিন্নমত দমন ও সরকারবিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে সরকারের ইঙ্গিতে এসব করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
২০২২ সালের ১ জুন নুর তাঁর ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে লেখা পোস্ট করেন। পরে কটূক্তির অভিযোগে ২০২২ সালের ১৪ জুন মামলা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম। সেই মামলায় নুরকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবীর গ্রেপ্তারের আদেশ দেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মো. রাশেদ খান বলেন, ভিন্নমত দমন ও সরকারবিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে এবং হয়রানির উদ্দেশ্যে নুরুল হক নুরের বিরুদ্ধে ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জনবিচ্ছিন্ন ভারতীয় তাঁবেদার সরকার দেশে একদলীয় শাসন স্থায়ী করতে ভিন্নমত নির্মূলে প্রশাসন, আদালতকে দলীয়করণ করে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় আদালতও এখন সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। বিচারব্যবস্থাও কার্যত এখন সরকারের হাতে বাক্সবন্দী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসও যার ভুক্তভোগী।
রাশেদ বলেন, সরকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আপসহীন কণ্ঠ থামিয়ে দিতেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নুরুল হক নুর এ দেশের মানুষের কাছে এক সংগ্রামী চরিত্রের নাম। হামলা-মামলা করে অতীতেও তাঁর মনোবল দমন করা যায়নি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও তাঁর মনোবল দুর্বল করা যাবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
৪ ঘণ্টা আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
৫ ঘণ্টা আগে