Ajker Patrika

শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২০: ৪৪
শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন সাকিব

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এসে ৩০ মিনিটের মতো বৈঠক করেন সাকিব। ওবায়দুল কাদের ও সাকিব আল হাসানের বৈঠকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। কার্যালয়ের সামনে এলে ছাত্রলীগের সাবেক দুজন নেতা তাঁকে রিসিভ করেন। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সারা দেশ থেকে আসা নেতা-কর্মীদের অনেকেই সাকিব আল হাসানের আশপাশে ভিড় জমান, কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে নেমে সাকিব আল হাসান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কক্ষে যান। কক্ষে যাওয়ার পরে সাকিব আল হাসান ওবায়দুল কাদেরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন। পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের রুমে বৈঠক করেন ওবায়দুল কাদের ও সাকিব আল হাসান। প্রায় আধা ঘণ্টা ধরে দরজা বন্ধ করে বৈঠক করেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসনে আওয়ামী লীগের দলীয় আবেদন ফরম কেনা হয় সাকিব আল হাসানের জন্য। ২১ নভেম্বর দুপুরের পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন ফরম জমা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত