নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ওই কার্যালয়ে তাঁরা অবৈধভাবে অনধিকার প্রবেশ করে গেট ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন।
আজ শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি বলেন, ‘গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামির মধ্যে নুর ও রাশেদ রয়েছেন। আর অজ্ঞাতনামা আসামি ৭৫ থেকে ৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
গতকাল সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দেবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে কার্যালয় ছাড়তে নুরদের নোটিশ দেন ভবনের মালিক।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ওই কার্যালয়ে তাঁরা অবৈধভাবে অনধিকার প্রবেশ করে গেট ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন।
আজ শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি বলেন, ‘গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামির মধ্যে নুর ও রাশেদ রয়েছেন। আর অজ্ঞাতনামা আসামি ৭৫ থেকে ৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
গতকাল সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দেবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে কার্যালয় ছাড়তে নুরদের নোটিশ দেন ভবনের মালিক।

জামায়াতের সঙ্গে জোট যে অপরিবর্তনীয় নয়, সেই ইঙ্গিত দিয়ে গাজী আতাউর রহমান বলেন, ‘২০ তারিখ (২০ জানুয়ারি) হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির ১২ তারিখ। তাই না? ফেব্রুয়ারির ১২ তারিখের আগপর্যন্ত যেকোনো কিছু ঘটতে পারে।’
১ ঘণ্টা আগে
একটি বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’
৩ ঘণ্টা আগে
উসকানিমূলক বক্তব্য দিয়ে কিছু প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারও নাম উল্লেখ না করে তিনি বলেছেন, কিছু কিছু প্রার্থীর কথাবার্তা ও কাজকর্ম উসকানিমূলক। তাঁরা বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন।
৩ ঘণ্টা আগে
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
৭ ঘণ্টা আগে