নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ওই কার্যালয়ে তাঁরা অবৈধভাবে অনধিকার প্রবেশ করে গেট ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন।
আজ শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি বলেন, ‘গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামির মধ্যে নুর ও রাশেদ রয়েছেন। আর অজ্ঞাতনামা আসামি ৭৫ থেকে ৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
গতকাল সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দেবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে কার্যালয় ছাড়তে নুরদের নোটিশ দেন ভবনের মালিক।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ওই কার্যালয়ে তাঁরা অবৈধভাবে অনধিকার প্রবেশ করে গেট ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন।
আজ শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি বলেন, ‘গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামির মধ্যে নুর ও রাশেদ রয়েছেন। আর অজ্ঞাতনামা আসামি ৭৫ থেকে ৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
গতকাল সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দেবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে কার্যালয় ছাড়তে নুরদের নোটিশ দেন ভবনের মালিক।

আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
বৈঠকে ডা. শফিকুর রহমান ও ইভারস আইজাবস বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে মূলত পুরো দেশকে অপমান করা হয়েছে।’ ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।’
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে