নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমানে দেশ একটা ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক স্মরণসভায় তিনি এই আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করে ডা. জাফরুল্লাহ স্মরণসভা উদ্যাপন কমিটি।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা এখন একটা ভয়াবহ দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করেছে। এখানে সবকিছু ধ্বংস করা হয়েছে, অবশিষ্ট বলে আর কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র এখানে নেই। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত-পা ছুড়ছি, আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, অনেকেই তাদের জীবন দিচ্ছেন। তারপরেও এই দানবকে সরানো যাচ্ছে না। এ অবস্থায় সব নাগরিক, যারা দেশকে ভালোবাসেন সব রাজনীতিবিদ যারা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে চান, তাঁদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে যদি ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলীয়ান হয়ে বেরিয়ে আসতে হবে। কে কী বলল সেটা দেখার দরকার নেই। এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এটাই একমাত্র পথ। এর কোনো বিকল্প নেই।’
এ সময় জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘জাফরুল্লাহ পরিবর্তন চেয়েছিলেন। তিনি সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, একটা নতুন পৃথিবী চেয়েছিলেন। সেই লক্ষ্যই তিনি দেশের দেশপ্রেমিক মানুষদের একত্রিত করে সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন।’

বর্তমানে দেশ একটা ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক স্মরণসভায় তিনি এই আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করে ডা. জাফরুল্লাহ স্মরণসভা উদ্যাপন কমিটি।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা এখন একটা ভয়াবহ দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করেছে। এখানে সবকিছু ধ্বংস করা হয়েছে, অবশিষ্ট বলে আর কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র এখানে নেই। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত-পা ছুড়ছি, আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, অনেকেই তাদের জীবন দিচ্ছেন। তারপরেও এই দানবকে সরানো যাচ্ছে না। এ অবস্থায় সব নাগরিক, যারা দেশকে ভালোবাসেন সব রাজনীতিবিদ যারা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে চান, তাঁদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে যদি ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলীয়ান হয়ে বেরিয়ে আসতে হবে। কে কী বলল সেটা দেখার দরকার নেই। এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এটাই একমাত্র পথ। এর কোনো বিকল্প নেই।’
এ সময় জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘জাফরুল্লাহ পরিবর্তন চেয়েছিলেন। তিনি সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, একটা নতুন পৃথিবী চেয়েছিলেন। সেই লক্ষ্যই তিনি দেশের দেশপ্রেমিক মানুষদের একত্রিত করে সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন।’

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৬ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৬ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৮ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৯ ঘণ্টা আগে