নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমানে দেশ একটা ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক স্মরণসভায় তিনি এই আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করে ডা. জাফরুল্লাহ স্মরণসভা উদ্যাপন কমিটি।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা এখন একটা ভয়াবহ দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করেছে। এখানে সবকিছু ধ্বংস করা হয়েছে, অবশিষ্ট বলে আর কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র এখানে নেই। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত-পা ছুড়ছি, আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, অনেকেই তাদের জীবন দিচ্ছেন। তারপরেও এই দানবকে সরানো যাচ্ছে না। এ অবস্থায় সব নাগরিক, যারা দেশকে ভালোবাসেন সব রাজনীতিবিদ যারা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে চান, তাঁদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে যদি ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলীয়ান হয়ে বেরিয়ে আসতে হবে। কে কী বলল সেটা দেখার দরকার নেই। এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এটাই একমাত্র পথ। এর কোনো বিকল্প নেই।’
এ সময় জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘জাফরুল্লাহ পরিবর্তন চেয়েছিলেন। তিনি সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, একটা নতুন পৃথিবী চেয়েছিলেন। সেই লক্ষ্যই তিনি দেশের দেশপ্রেমিক মানুষদের একত্রিত করে সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন।’

বর্তমানে দেশ একটা ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক স্মরণসভায় তিনি এই আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করে ডা. জাফরুল্লাহ স্মরণসভা উদ্যাপন কমিটি।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা এখন একটা ভয়াবহ দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করেছে। এখানে সবকিছু ধ্বংস করা হয়েছে, অবশিষ্ট বলে আর কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র এখানে নেই। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত-পা ছুড়ছি, আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, অনেকেই তাদের জীবন দিচ্ছেন। তারপরেও এই দানবকে সরানো যাচ্ছে না। এ অবস্থায় সব নাগরিক, যারা দেশকে ভালোবাসেন সব রাজনীতিবিদ যারা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে চান, তাঁদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে যদি ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলীয়ান হয়ে বেরিয়ে আসতে হবে। কে কী বলল সেটা দেখার দরকার নেই। এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এটাই একমাত্র পথ। এর কোনো বিকল্প নেই।’
এ সময় জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘জাফরুল্লাহ পরিবর্তন চেয়েছিলেন। তিনি সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, একটা নতুন পৃথিবী চেয়েছিলেন। সেই লক্ষ্যই তিনি দেশের দেশপ্রেমিক মানুষদের একত্রিত করে সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন।’

রাজনীতিবিদেরা যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
৪৪ মিনিট আগে
কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১৫ ঘণ্টা আগে