নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘কেউ যদি চিন্তা করে ভোটকেন্দ্রে ভোট দিতে দেবে না। আমি বলব, আমার এলাকায় কেউ ভুলেও এই চিন্তা করবেন না। নাশকতার চিন্তা করলে তাদের বাড়ির খাট-বালিশ থাকবে না।’
আজ শনিবার বিকেলে ফতুল্লার তল্লা এলাকায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচন বানচালের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘তবে আমি মনে করি নির্বাচন তারা ঠেকাতে পারবে না। সারা দেশে আনন্দঘন পরিবেশে ভোট হবে। নির্বাচন কমিশন তাদের বিষয়টি দেখবে। মানুষ নাশকতা মেনে নেয় না। ট্রেনে আগুন দেওয়ার ঘটনা মানুষ স্বাভাবিকভাবে নিতে পারেনি। মানুষ যদি খেপে যায় তাহলে বিএনপির জন্য ভয়াবহ হবে।’
বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বিএনপিকে একসময় আমি রাজনৈতিক দল ভাবতাম। এখন ওদের কোনো দল মনে করি না। বিএনপি গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যখন দেখছি একজন পুলিশকে হত্যা করা হয়েছে, ছাত্রদলের সাবেক সেক্রেটারি হেলমেট খুলে চাপাতি দিয়ে কোপাচ্ছে। এক মা ও তার সন্তান দুজন আগুনে পুড়ে মারা গেল। এরপর আর মেনে নেওয়া যায় না। এদের এখন সন্ত্রাসী সংগঠন বলা যেতে পারে।’
তিনি বলেন, ‘বিএনপির ছেলেদের জন্য আমার মায়া হয়। আমার এলাকায় বিএনপির অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। তাদেরকে লন্ডন থেকে তারেক রহমান বলছে, গাড়িতে আগুন দিয়ে ভিডিও পাঠাতে। এসব ভিডিও আবার আমার কাছেও চলে আসে। প্রশাসন ভিডিও পেয়ে যাচ্ছে। এসব মামলায় যখন তাদের শাস্তি হবে, তখন পরিবার কাঁদবে।’
বিএনপির ডাকে কেউ সাড়া দেবে না জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় না সন্ত্রাসীদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেবে। সবাই তাদের কার্যক্রম জেনে গেছে। পৃথিবীর বড় পরাশক্তিগুলো চাচ্ছে বাংলাদেশকে ভিন্ন একটি দিকে নিয়ে যেতে। বিএনপি তাদের হয়ে কাজ করছে। তারা ভাবছে পরাশক্তিরা তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘কেউ যদি চিন্তা করে ভোটকেন্দ্রে ভোট দিতে দেবে না। আমি বলব, আমার এলাকায় কেউ ভুলেও এই চিন্তা করবেন না। নাশকতার চিন্তা করলে তাদের বাড়ির খাট-বালিশ থাকবে না।’
আজ শনিবার বিকেলে ফতুল্লার তল্লা এলাকায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচন বানচালের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘তবে আমি মনে করি নির্বাচন তারা ঠেকাতে পারবে না। সারা দেশে আনন্দঘন পরিবেশে ভোট হবে। নির্বাচন কমিশন তাদের বিষয়টি দেখবে। মানুষ নাশকতা মেনে নেয় না। ট্রেনে আগুন দেওয়ার ঘটনা মানুষ স্বাভাবিকভাবে নিতে পারেনি। মানুষ যদি খেপে যায় তাহলে বিএনপির জন্য ভয়াবহ হবে।’
বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বিএনপিকে একসময় আমি রাজনৈতিক দল ভাবতাম। এখন ওদের কোনো দল মনে করি না। বিএনপি গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যখন দেখছি একজন পুলিশকে হত্যা করা হয়েছে, ছাত্রদলের সাবেক সেক্রেটারি হেলমেট খুলে চাপাতি দিয়ে কোপাচ্ছে। এক মা ও তার সন্তান দুজন আগুনে পুড়ে মারা গেল। এরপর আর মেনে নেওয়া যায় না। এদের এখন সন্ত্রাসী সংগঠন বলা যেতে পারে।’
তিনি বলেন, ‘বিএনপির ছেলেদের জন্য আমার মায়া হয়। আমার এলাকায় বিএনপির অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। তাদেরকে লন্ডন থেকে তারেক রহমান বলছে, গাড়িতে আগুন দিয়ে ভিডিও পাঠাতে। এসব ভিডিও আবার আমার কাছেও চলে আসে। প্রশাসন ভিডিও পেয়ে যাচ্ছে। এসব মামলায় যখন তাদের শাস্তি হবে, তখন পরিবার কাঁদবে।’
বিএনপির ডাকে কেউ সাড়া দেবে না জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় না সন্ত্রাসীদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেবে। সবাই তাদের কার্যক্রম জেনে গেছে। পৃথিবীর বড় পরাশক্তিগুলো চাচ্ছে বাংলাদেশকে ভিন্ন একটি দিকে নিয়ে যেতে। বিএনপি তাদের হয়ে কাজ করছে। তারা ভাবছে পরাশক্তিরা তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে।’

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
৩ ঘণ্টা আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১৪ ঘণ্টা আগে