Ajker Patrika

খালেদা জিয়া ফের সিসিইউতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২১: ২৯
খালেদা জিয়া ফের সিসিইউতে 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

৮ জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ভর্তির পরে তাঁকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে সিসিইউয়ের সুযোগ-সুবিধা সংবলিত কেবিনে রেখে চিকিৎসা করা হয়। সেখান থেকে আবারও সিসিইউতে নেওয়া হলো।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। দিন দিন শারীরিক জটিলতা বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। কোনো প্যারামিটারেই উন্নতি নেই। লিভার, হার্ট, কিডনির জটিলতা বেড়েছে।

এর আগে গত ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া একই হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত