নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিসহ বিরোধীদের আন্দোলন নস্যাৎ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনেকেই ভাবে যে বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কখনই না। এই আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় চলমান আন্দোলনকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সংগ্রাম আরও বেগবান করব। আমরা বিশ্বাস করি এই আন্দোলন, আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসব। আমাদের জাতীয় ঐক্য অবশ্যই আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে, জনগণের শক্তির মধ্য দিয়ে পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে।’
দেশের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল নয়, কোনো ব্যক্তি নয়। সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একটা ভয়াবহ দৈত্য, সে সমস্ত আক্রোশ নিয়ে পুরো বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে।’
বর্তমান সরকারের হাত থেকে গণমাধ্যম রেহাই পায়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সবগুলো প্রতিষ্ঠান আজকে ধ্বংস করা হয়েছে। আমরা যাদের ওপর বিশ্বাস করি, আস্থা রাখি—গণমাধ্যম। সবচেয়ে আগে আঘাত করা হয়েছে এই গণমাধ্যমকে। পত্রিকা বন্ধ করা হয়েছে, যারা লিখেন, সত্য কথা লিখেন, যারা লিখতে চান, লিখতে পারেন, তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইন তাদের ওপর প্রয়োগ করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি মেরেও ফেলা হয়।’
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ইফতারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রফিকুল ইসলাম খানসহ দলটির আরও অনেকে অংশ নেন। বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন ইফতারে।

বিএনপিসহ বিরোধীদের আন্দোলন নস্যাৎ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনেকেই ভাবে যে বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কখনই না। এই আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় চলমান আন্দোলনকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সংগ্রাম আরও বেগবান করব। আমরা বিশ্বাস করি এই আন্দোলন, আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসব। আমাদের জাতীয় ঐক্য অবশ্যই আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে, জনগণের শক্তির মধ্য দিয়ে পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে।’
দেশের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল নয়, কোনো ব্যক্তি নয়। সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একটা ভয়াবহ দৈত্য, সে সমস্ত আক্রোশ নিয়ে পুরো বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে।’
বর্তমান সরকারের হাত থেকে গণমাধ্যম রেহাই পায়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সবগুলো প্রতিষ্ঠান আজকে ধ্বংস করা হয়েছে। আমরা যাদের ওপর বিশ্বাস করি, আস্থা রাখি—গণমাধ্যম। সবচেয়ে আগে আঘাত করা হয়েছে এই গণমাধ্যমকে। পত্রিকা বন্ধ করা হয়েছে, যারা লিখেন, সত্য কথা লিখেন, যারা লিখতে চান, লিখতে পারেন, তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইন তাদের ওপর প্রয়োগ করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি মেরেও ফেলা হয়।’
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ইফতারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রফিকুল ইসলাম খানসহ দলটির আরও অনেকে অংশ নেন। বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন ইফতারে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে—তা নির্বাচনী ইশতেহারে লিপিবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
১ ঘণ্টা আগে
বিএনপির বিরুদ্ধে প্রস্তাবক ও সমর্থককে প্রকাশ্যে অপহরণের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগে
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হয়েছে। এই সময় দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমবেদনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সদস্যসচিব সৈয়দা নীলিমা দোলা। তিনি এরই মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ শনিবার এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে