নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিসহ বিরোধীদের আন্দোলন নস্যাৎ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনেকেই ভাবে যে বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কখনই না। এই আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় চলমান আন্দোলনকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সংগ্রাম আরও বেগবান করব। আমরা বিশ্বাস করি এই আন্দোলন, আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসব। আমাদের জাতীয় ঐক্য অবশ্যই আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে, জনগণের শক্তির মধ্য দিয়ে পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে।’
দেশের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল নয়, কোনো ব্যক্তি নয়। সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একটা ভয়াবহ দৈত্য, সে সমস্ত আক্রোশ নিয়ে পুরো বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে।’
বর্তমান সরকারের হাত থেকে গণমাধ্যম রেহাই পায়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সবগুলো প্রতিষ্ঠান আজকে ধ্বংস করা হয়েছে। আমরা যাদের ওপর বিশ্বাস করি, আস্থা রাখি—গণমাধ্যম। সবচেয়ে আগে আঘাত করা হয়েছে এই গণমাধ্যমকে। পত্রিকা বন্ধ করা হয়েছে, যারা লিখেন, সত্য কথা লিখেন, যারা লিখতে চান, লিখতে পারেন, তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইন তাদের ওপর প্রয়োগ করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি মেরেও ফেলা হয়।’
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ইফতারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রফিকুল ইসলাম খানসহ দলটির আরও অনেকে অংশ নেন। বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন ইফতারে।

বিএনপিসহ বিরোধীদের আন্দোলন নস্যাৎ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনেকেই ভাবে যে বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কখনই না। এই আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় চলমান আন্দোলনকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সংগ্রাম আরও বেগবান করব। আমরা বিশ্বাস করি এই আন্দোলন, আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসব। আমাদের জাতীয় ঐক্য অবশ্যই আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে, জনগণের শক্তির মধ্য দিয়ে পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে।’
দেশের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল নয়, কোনো ব্যক্তি নয়। সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একটা ভয়াবহ দৈত্য, সে সমস্ত আক্রোশ নিয়ে পুরো বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে।’
বর্তমান সরকারের হাত থেকে গণমাধ্যম রেহাই পায়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সবগুলো প্রতিষ্ঠান আজকে ধ্বংস করা হয়েছে। আমরা যাদের ওপর বিশ্বাস করি, আস্থা রাখি—গণমাধ্যম। সবচেয়ে আগে আঘাত করা হয়েছে এই গণমাধ্যমকে। পত্রিকা বন্ধ করা হয়েছে, যারা লিখেন, সত্য কথা লিখেন, যারা লিখতে চান, লিখতে পারেন, তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইন তাদের ওপর প্রয়োগ করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি মেরেও ফেলা হয়।’
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ইফতারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রফিকুল ইসলাম খানসহ দলটির আরও অনেকে অংশ নেন। বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন ইফতারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১৪ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১৫ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১৫ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৮ ঘণ্টা আগে