জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিএনপিকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘একটি মহল দেশে নানা কুৎসা রটাচ্ছে। একবার বলে দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে। আরেকবার বলে ডলারের দাম বেড়ে আসমান ফেটে যাচ্ছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শেষ আওয়ামী লীগ ও শেখ হাসিনা শেষ! যখন ডলার, তেলসহ জিনিসপত্রের দাম কমে যায় তখন তাঁদের মন খারাপ। কোনো অপপ্রচারে কাজ হচ্ছে না তাঁরা এখন ডুবে যাচ্ছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তেল, গ্যাস আল্লাহ সৌদি, কুয়েতকে দিয়েছেন। আমাদের দেননি। আমাদের দিয়েছেন কোটি কোটি শ্রমিক। এসব শ্রমিক পৃথিবীজুড়ে কাজ করে অর্থ আয় করছেন। তাঁদের আয়ে আমরা উন্নয়নে এগিয়ে যাচ্ছি।’
আজ শুক্রবার বিকেল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশেও গত এক মাস যাবৎ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এসব আমরা লুকাই না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই সাহসী মানুষ। তাঁর সুযোগ্য নেতৃত্বে ধীরে ধারে এসব সমস্যার সমাধান করে এগিয়ে যাচ্ছে দেশ।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতি সবচেয়ে সমস্যায় আছে দেশের নিম্নআয়ের মানুষ। আমাদের প্রধানমন্ত্রী এসব মানুষের জন্য কাজ করছেন। মাসখানেকের মধ্যে সৃষ্ট সমস্যাগুলো কেটে যাবে। এরই মধ্যে ডলারের দাম, তেল, চালসহ অন্যান্য জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে।’

বিএনপিকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘একটি মহল দেশে নানা কুৎসা রটাচ্ছে। একবার বলে দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে। আরেকবার বলে ডলারের দাম বেড়ে আসমান ফেটে যাচ্ছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শেষ আওয়ামী লীগ ও শেখ হাসিনা শেষ! যখন ডলার, তেলসহ জিনিসপত্রের দাম কমে যায় তখন তাঁদের মন খারাপ। কোনো অপপ্রচারে কাজ হচ্ছে না তাঁরা এখন ডুবে যাচ্ছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তেল, গ্যাস আল্লাহ সৌদি, কুয়েতকে দিয়েছেন। আমাদের দেননি। আমাদের দিয়েছেন কোটি কোটি শ্রমিক। এসব শ্রমিক পৃথিবীজুড়ে কাজ করে অর্থ আয় করছেন। তাঁদের আয়ে আমরা উন্নয়নে এগিয়ে যাচ্ছি।’
আজ শুক্রবার বিকেল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশেও গত এক মাস যাবৎ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এসব আমরা লুকাই না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই সাহসী মানুষ। তাঁর সুযোগ্য নেতৃত্বে ধীরে ধারে এসব সমস্যার সমাধান করে এগিয়ে যাচ্ছে দেশ।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতি সবচেয়ে সমস্যায় আছে দেশের নিম্নআয়ের মানুষ। আমাদের প্রধানমন্ত্রী এসব মানুষের জন্য কাজ করছেন। মাসখানেকের মধ্যে সৃষ্ট সমস্যাগুলো কেটে যাবে। এরই মধ্যে ডলারের দাম, তেল, চালসহ অন্যান্য জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে।’

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৯ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১০ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১০ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১০ ঘণ্টা আগে