নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়ে লুটপাটের ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, ইতিমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে।
সচিবালয়ে আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘পীরগঞ্জে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত একটা টিনএজ ছেলে কাবা শরিফ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছায় বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকত সেখানে অভিযান চালায়, তবে ছেলেটিকে পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারীরা তখন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। সেখানে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা ৯০টির বেশি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করেছে। রাতেই ঘটনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র্যাব ও বিজিবি সেখানে গিয়েছে। সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরেও আকস্মিকভাবেই দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। জীবনহানি না হলেও সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে। জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে ধরা হয়েছে এবং আরও কয়েকজনকে ধরার জন্য চেষ্টা চলছে।
পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসন তাদের নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি স্পিকার, তিনিও উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যার যা প্রয়োজন দেওয়া হবে। শিগগিরই আমরা তাদের বাড়িঘর তৈরি করে দেব।’

রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়ে লুটপাটের ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, ইতিমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে।
সচিবালয়ে আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘পীরগঞ্জে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত একটা টিনএজ ছেলে কাবা শরিফ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছায় বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকত সেখানে অভিযান চালায়, তবে ছেলেটিকে পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারীরা তখন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। সেখানে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা ৯০টির বেশি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করেছে। রাতেই ঘটনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র্যাব ও বিজিবি সেখানে গিয়েছে। সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরেও আকস্মিকভাবেই দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। জীবনহানি না হলেও সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে। জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে ধরা হয়েছে এবং আরও কয়েকজনকে ধরার জন্য চেষ্টা চলছে।
পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসন তাদের নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি স্পিকার, তিনিও উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যার যা প্রয়োজন দেওয়া হবে। শিগগিরই আমরা তাদের বাড়িঘর তৈরি করে দেব।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
২ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৩ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৪ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৫ ঘণ্টা আগে