নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই শহরের (ঢাকা) অবস্থা দেখে খারাপ লাগে, লজ্জাও লাগে। বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশের তালিকায় রয়েছে। সেই বাংলাদেশের সঙ্গে এটা মানায় না। শহরের বাসগুলো ভালো করতে অনেক চেষ্টা করেছি। রং-চঙ করে বাস বের করে, ফিটনেস নেই। এই ছবির পরিবর্তন করতে হবে। এই শহরে গাড়িগুলোর যে চেহারা, গরিব-গরিব! শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার সঙ্গে তুলনা হয় না। সেটার সঙ্গে মেলে না।
রাজধানীর বনানীর একটি হোটেলে আজ মঙ্গলবার দুপুরে ‘ঢাকায় সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের ১৪০টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। আমার মনে হয়, এটা মেয়র সাহেবরা জানেন এবং এটা মাথায় রেখেই ঢাকাকে নিয়ে পরিকল্পনা করতে হবে। আমাদের দুই মেয়র খুব ডায়নামিকভাবে কাজ করছেন। তাঁরা এই অবস্থার পরিবর্তন করতে পারবেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘সবচেয়ে অপরিকল্পিত একটি শহর ঢাকা। প্ল্যান ছাড়াই এই শহর গড়ে উঠেছে। আমাদের সরকার অনেক কাজ করছে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল। এই স্বপ্নগুলো দেখেছেন প্রধানমন্ত্রী। এই সাবওয়ের স্বপ্ন দেখেছেন শেখ হাসিনা। তাই সাবওয়ে আমাদের করতেই হবে। এর কোনো বিকল্প নেই। পদ্মা যে করতে পারে, সাবওয়েও সে করতে পারে।’
এর আগে অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র অভিযোগ করে বলেন, ঢাকা শহরে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে। তবে তাঁদের এ ব্যাপারে জানানো হয় না। মেয়রদের সঙ্গে সমন্বয় করা হয় না, যার জন্য পরে অনেক সমস্যা হয়।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মিরপুর এলাকায় ফুটপাতের ওপর মেট্রোরেলের সিঁড়ি নামানো হচ্ছে। আমরা সেটা করতে দেব না। দরকার হলে তাদের নকশার পরিবর্তন করতে হবে। আমাদের সঙ্গে আগে আলোচনা করলে এ ধরনের সমস্যা হতো না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই শহরের (ঢাকা) অবস্থা দেখে খারাপ লাগে, লজ্জাও লাগে। বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশের তালিকায় রয়েছে। সেই বাংলাদেশের সঙ্গে এটা মানায় না। শহরের বাসগুলো ভালো করতে অনেক চেষ্টা করেছি। রং-চঙ করে বাস বের করে, ফিটনেস নেই। এই ছবির পরিবর্তন করতে হবে। এই শহরে গাড়িগুলোর যে চেহারা, গরিব-গরিব! শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার সঙ্গে তুলনা হয় না। সেটার সঙ্গে মেলে না।
রাজধানীর বনানীর একটি হোটেলে আজ মঙ্গলবার দুপুরে ‘ঢাকায় সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের ১৪০টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। আমার মনে হয়, এটা মেয়র সাহেবরা জানেন এবং এটা মাথায় রেখেই ঢাকাকে নিয়ে পরিকল্পনা করতে হবে। আমাদের দুই মেয়র খুব ডায়নামিকভাবে কাজ করছেন। তাঁরা এই অবস্থার পরিবর্তন করতে পারবেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘সবচেয়ে অপরিকল্পিত একটি শহর ঢাকা। প্ল্যান ছাড়াই এই শহর গড়ে উঠেছে। আমাদের সরকার অনেক কাজ করছে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল। এই স্বপ্নগুলো দেখেছেন প্রধানমন্ত্রী। এই সাবওয়ের স্বপ্ন দেখেছেন শেখ হাসিনা। তাই সাবওয়ে আমাদের করতেই হবে। এর কোনো বিকল্প নেই। পদ্মা যে করতে পারে, সাবওয়েও সে করতে পারে।’
এর আগে অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র অভিযোগ করে বলেন, ঢাকা শহরে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে। তবে তাঁদের এ ব্যাপারে জানানো হয় না। মেয়রদের সঙ্গে সমন্বয় করা হয় না, যার জন্য পরে অনেক সমস্যা হয়।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মিরপুর এলাকায় ফুটপাতের ওপর মেট্রোরেলের সিঁড়ি নামানো হচ্ছে। আমরা সেটা করতে দেব না। দরকার হলে তাদের নকশার পরিবর্তন করতে হবে। আমাদের সঙ্গে আগে আলোচনা করলে এ ধরনের সমস্যা হতো না।’

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
২ ঘণ্টা আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
৩ ঘণ্টা আগে
মা খালেদা জিয়ার প্রতি দেশবাসীর গভীর মমত্ববোধ আপ্লুত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এই অনুভূতির কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক...
৩ ঘণ্টা আগে
আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে।
৪ ঘণ্টা আগে