নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে অসুস্থ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে। সেখানে আমরা কখনোই লিখে রাখিনি, তিনি রাজনীতি করতে পারবেন না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, তিনি একজন স্বাধীন মানুষ। তিনি কী করবেন, সেটা আমার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তাঁকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় অসুস্থ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে।’
আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
যদিও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছেন, ক্ষমতাসীন দলের শীর্ষ এক নেতা সম্প্রতি এমন দাবি করেছেন।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘যেই চিঠিটা লেখা হয়েছে, সেখানে তাঁর শারীরিক অবস্থা এমন ছিল যে, তাঁকে সুচিকিৎসা না দিলে জীবন বিপন্ন হচ্ছে। যিনি অসুস্থ, তিনি কি রাজনীতি করতে পারেন? যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারবেন না—এটাই আমার মনে হয় বেস্ট জাজমেন্ট।’
মুক্তির শর্তের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘অসুস্থতার গ্রাউন্ডে দুটি শর্ত দিয়ে তাঁকে (খালেদা জিয়া) মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি করা থেকে বিরত থাকতে হবে—এ রকম কোনো শর্ত সেখানে ছিল না। কারণ, শেখ হাসিনার সরকার মনে করে, কারও এ রকম স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করাটা ঠিক না।’
খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যদি বলা হয় তিনি নির্বাচন করতে পারবেন, তাহলে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে যেতে হবে। ৬৬নং অনুচ্ছেদে বলা আছে, কারও যদি নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার বেশি সাজা হয়, তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না। এগুলো তো স্পষ্ট।’
এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তব্য দেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে অসুস্থ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে। সেখানে আমরা কখনোই লিখে রাখিনি, তিনি রাজনীতি করতে পারবেন না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, তিনি একজন স্বাধীন মানুষ। তিনি কী করবেন, সেটা আমার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তাঁকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় অসুস্থ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে।’
আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
যদিও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছেন, ক্ষমতাসীন দলের শীর্ষ এক নেতা সম্প্রতি এমন দাবি করেছেন।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘যেই চিঠিটা লেখা হয়েছে, সেখানে তাঁর শারীরিক অবস্থা এমন ছিল যে, তাঁকে সুচিকিৎসা না দিলে জীবন বিপন্ন হচ্ছে। যিনি অসুস্থ, তিনি কি রাজনীতি করতে পারেন? যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারবেন না—এটাই আমার মনে হয় বেস্ট জাজমেন্ট।’
মুক্তির শর্তের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘অসুস্থতার গ্রাউন্ডে দুটি শর্ত দিয়ে তাঁকে (খালেদা জিয়া) মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি করা থেকে বিরত থাকতে হবে—এ রকম কোনো শর্ত সেখানে ছিল না। কারণ, শেখ হাসিনার সরকার মনে করে, কারও এ রকম স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করাটা ঠিক না।’
খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যদি বলা হয় তিনি নির্বাচন করতে পারবেন, তাহলে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে যেতে হবে। ৬৬নং অনুচ্ছেদে বলা আছে, কারও যদি নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার বেশি সাজা হয়, তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না। এগুলো তো স্পষ্ট।’
এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তব্য দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ ও ২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলীয় মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান। আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে নিজের ভ্যারিফায়েড ফেসবুক...
২ ঘণ্টা আগে
নাহিদ বলেন, ‘এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বুঝে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, এটা আমাদের প্রত্যাশা। জোট গঠনের প্রক্রিয়ার সময় বেশি দিন না হওয়ায় কিছু মতভিন্নতা রয়েছে। এটা কেটে যাবে।’
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে আজ রুদ্ধদ্বার বৈঠক করেন দলগুলোর শীর্ষ নেতারা।মামুনুল হক বলেন, ‘১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
৪ ঘণ্টা আগে
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রবাসীদের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে— কীভাবে ব্যালট পাঠানো হয়েছে, ভোট কীভাবে প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং কোথাও একসঙ্গে ২০০–৩০০ ব্যালট থাকলে কী ব্যাখ্যা দেওয়া হবে।’
৪ ঘণ্টা আগে