নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যর্থতার দায় নিয়ে টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (৪ জুলাই) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় তারা।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক (সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী) অ্যাডভোকেট ইশরাত হাসান এই যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট একটানা ১০ দিন বন্ধ করে রাখা হয় এবং তিন দিন মোবাইল ইন্টারনেটের গতি ৩০ থেকে ৫০ কেবিপিএসে কমিয়ে আনা হয়। সেই সঙ্গে একটানা ১৪ দিন বন্ধ করে রাখা হয় সামাজিক যোগাযোগমাধ্যম। এ বিষয়ে একেকবার একেক ধরনের যুক্তি উপস্থাপন করে হাস্যরসের জন্ম দিয়েছেন। এতে করে আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের হিোব একত্র করলে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে লাখ হাজার কোটি টাকা। গত ২ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় অস্বীকার করে নেন তিনি। একই সঙ্গে গুজব প্রতিরোধ অপপ্রচার বন্ধে ব্যর্থ হওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন চান। অথচ শপথ নেবার সময় মহামান্য রাষ্ট্রপতির কাছে ও জাতির কাছে অঙ্গীকার করেছিলেন দায়িত্বের অবহেলা করবেন না তিনি। দায় স্বীকারের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রতিমন্ত্রীর পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে আমরা মনে করি।’
বিবৃতিতে, রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আহ্বান করা হয়।

ব্যর্থতার দায় নিয়ে টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (৪ জুলাই) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় তারা।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক (সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী) অ্যাডভোকেট ইশরাত হাসান এই যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট একটানা ১০ দিন বন্ধ করে রাখা হয় এবং তিন দিন মোবাইল ইন্টারনেটের গতি ৩০ থেকে ৫০ কেবিপিএসে কমিয়ে আনা হয়। সেই সঙ্গে একটানা ১৪ দিন বন্ধ করে রাখা হয় সামাজিক যোগাযোগমাধ্যম। এ বিষয়ে একেকবার একেক ধরনের যুক্তি উপস্থাপন করে হাস্যরসের জন্ম দিয়েছেন। এতে করে আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের হিোব একত্র করলে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে লাখ হাজার কোটি টাকা। গত ২ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় অস্বীকার করে নেন তিনি। একই সঙ্গে গুজব প্রতিরোধ অপপ্রচার বন্ধে ব্যর্থ হওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন চান। অথচ শপথ নেবার সময় মহামান্য রাষ্ট্রপতির কাছে ও জাতির কাছে অঙ্গীকার করেছিলেন দায়িত্বের অবহেলা করবেন না তিনি। দায় স্বীকারের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রতিমন্ত্রীর পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে আমরা মনে করি।’
বিবৃতিতে, রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আহ্বান করা হয়।

রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
১৩ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১৪ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১৪ ঘণ্টা আগে