সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-৪ আসনের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে নৌকার সমর্থকেরা। এতে মুরাদের পক্ষের অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার শিমলাপল্লী গ্রামের তাড়িয়াপাড়া এলাকায় কয়েক দিন আগে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান (ইগল প্রতীক) একটি নির্বাচনী ক্যাম্প নির্মাণ করেন। আজ সোমবার রাত পৌনে আটটার দিকে তাঁর কর্মী-সমর্থকেরা ওই নির্বাচনী ক্যাম্পে যাচ্ছিলেন। ওই ক্যাম্পের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা নৌকার কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলার সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর করে তাঁরা।
এ সময় হামলা ও লাঠিসোঁটার আঘাতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ সমর্থক আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন সাদ্দাম (৩২), রোকন (২৮), কফিল (২৫), ফারুক (২৫), ফরহাদ (২২), রুবেল (৩০), হামজা (১৮) ও দেলখোশ মিয়া (৪০)। তাঁদের রাত ৯টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বলেন, ‘নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর (ইগল) সমর্থকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী আহত হয়।’
এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলালের সঙ্গে মোবাইল ফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

জামালপুর-৪ আসনের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে নৌকার সমর্থকেরা। এতে মুরাদের পক্ষের অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার শিমলাপল্লী গ্রামের তাড়িয়াপাড়া এলাকায় কয়েক দিন আগে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান (ইগল প্রতীক) একটি নির্বাচনী ক্যাম্প নির্মাণ করেন। আজ সোমবার রাত পৌনে আটটার দিকে তাঁর কর্মী-সমর্থকেরা ওই নির্বাচনী ক্যাম্পে যাচ্ছিলেন। ওই ক্যাম্পের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা নৌকার কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলার সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর করে তাঁরা।
এ সময় হামলা ও লাঠিসোঁটার আঘাতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ সমর্থক আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন সাদ্দাম (৩২), রোকন (২৮), কফিল (২৫), ফারুক (২৫), ফরহাদ (২২), রুবেল (৩০), হামজা (১৮) ও দেলখোশ মিয়া (৪০)। তাঁদের রাত ৯টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বলেন, ‘নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর (ইগল) সমর্থকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী আহত হয়।’
এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলালের সঙ্গে মোবাইল ফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতাটি দিয়ে ফেসবুকে দাদি বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান। কবিতার সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।
১ ঘণ্টা আগে
জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন যে ৩০ জন নেতা এই সমঝোতা না করতে দলের আহ্বায়ককে স্মারকলিপি দিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রথম নামটি ছিল মুশফিকের। মুশফিক উস সালেহীনের পদত্যাগের মাধ্যমে জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা এনসিপি ছাড়লেন।
২ ঘণ্টা আগে
আলোচিত মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি হলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তবে এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি ছাড়ছেন না মুরসালীন।
৪ ঘণ্টা আগে