নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছিল বিশ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দেওয়ার জন্যে। কিন্তু তাদের কথা না শুনে প্রধানমন্ত্রী ভুল করেছেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে করোনা ডেলটা ভ্যারিয়েন্ট ও সীমান্ত ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা শীর্ষক লেবার পার্টির গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাফরুল্লাহ বলেন, এই ভুল সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর নোবেল প্রাইজ পাওয়ার স্বপ্ন থেকে দূরে সরে গেলেন। এই অনুরোধ প্রধানমন্ত্রীর রাখা উচিত। কারণ আফগানরা বিপদে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো দরকার। এতে করে আমাদের খুব বেশি ক্ষতি হবে না। বরং আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের জন্যে ভালো হবে।
তালেবানদের মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, তালেবানরা বিশ বছর অপেক্ষায় ছিল বিদেশিদের হাত থেকে আফগানিস্তানকে রক্ষা করার। এখন তারা সফল হয়েছে। আমরা করেছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে তারা করেছে অন্য দেশের বিরুদ্ধে। অন্য দেশের মুক্তিযোদ্ধাদের সন্মান করতে শেখা উচিত। যারাই মুক্তিসংগ্রাম করছে তাদেরই সমর্থন করা দরকার। ভারতের মুক্তিকামীদের পাশেও দাঁড়ানো দরকার।
জাফরউল্লাহ বলেন, তালেবানদের স্বীকৃতি দিতে হবে। না হলে তারা ভারতের কট্টর হিন্দুত্ববাদের মত হয়ে উঠবে। ইসলামিক উদার রাষ্ট্র না হয়ে ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত হবে। স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তাদের প্রভাবিত করা যাবে।
জিয়ার মাজারে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার বিষয়ে জাফরউল্লাহ বলেন, এটা সরকারের আরেক ভুল। তারা দেশকে অত্যাচারের বিভীষিকায় পরিণত করেছে। এই অবস্থা উত্তরণে দেশের সবাইকে এক হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বৈঠকে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছিল বিশ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দেওয়ার জন্যে। কিন্তু তাদের কথা না শুনে প্রধানমন্ত্রী ভুল করেছেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে করোনা ডেলটা ভ্যারিয়েন্ট ও সীমান্ত ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা শীর্ষক লেবার পার্টির গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাফরুল্লাহ বলেন, এই ভুল সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর নোবেল প্রাইজ পাওয়ার স্বপ্ন থেকে দূরে সরে গেলেন। এই অনুরোধ প্রধানমন্ত্রীর রাখা উচিত। কারণ আফগানরা বিপদে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো দরকার। এতে করে আমাদের খুব বেশি ক্ষতি হবে না। বরং আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের জন্যে ভালো হবে।
তালেবানদের মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, তালেবানরা বিশ বছর অপেক্ষায় ছিল বিদেশিদের হাত থেকে আফগানিস্তানকে রক্ষা করার। এখন তারা সফল হয়েছে। আমরা করেছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে তারা করেছে অন্য দেশের বিরুদ্ধে। অন্য দেশের মুক্তিযোদ্ধাদের সন্মান করতে শেখা উচিত। যারাই মুক্তিসংগ্রাম করছে তাদেরই সমর্থন করা দরকার। ভারতের মুক্তিকামীদের পাশেও দাঁড়ানো দরকার।
জাফরউল্লাহ বলেন, তালেবানদের স্বীকৃতি দিতে হবে। না হলে তারা ভারতের কট্টর হিন্দুত্ববাদের মত হয়ে উঠবে। ইসলামিক উদার রাষ্ট্র না হয়ে ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত হবে। স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তাদের প্রভাবিত করা যাবে।
জিয়ার মাজারে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার বিষয়ে জাফরউল্লাহ বলেন, এটা সরকারের আরেক ভুল। তারা দেশকে অত্যাচারের বিভীষিকায় পরিণত করেছে। এই অবস্থা উত্তরণে দেশের সবাইকে এক হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বৈঠকে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
১০ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১২ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১২ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
১৩ ঘণ্টা আগে