নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক এবং জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। তিনি আরও বলেন, এই সনদের সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে।
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যেন বাংলাদেশে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে দেশের প্রতিটি মানুষকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।’ তিনি উল্লেখ করেন, যুগে যুগে বাংলাদেশের মানুষ যে বঞ্চনার শিকার হয়েছে, তা থেকে মুক্তির জন্যই শহীদেরা জীবন দিয়েছেন।
তিনি বলেন, তাঁর দল এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে বিভাজনের কোনো রাজনীতি থাকবে না। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান, বিহারি, চাকমা, সাঁওতাল—সবার মধ্যে কোনো পার্থক্য করা হবে না।
এনসিপির সদস্যসচিব বলেন, তাঁর দল বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলছে। তিনি বলেন, ‘যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে জবাবদিহি করেনি। আমরা এমন এক রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতা হস্তান্তরের সময় একদলীয় কর্তৃত্ব, ব্যক্তিবাদ এবং প্রশাসনের দলীয়করণ দেখা গেছে।’ কিন্তু নতুন বাংলাদেশে তাঁরা আর এটি দেখতে চান না। তিনি বলেন, ‘মৌলিক সংস্কারের জন্যই দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে রক্ষা করতে হবে। বিচার বিভাগ কোনো দলের কর্তৃত্বের অধীনে থাকবে না এবং সচিবালয়ে প্রণীত নীতি জনস্বার্থের পক্ষে হতে হবে।’
আখতার হোসেন বলেন, ‘মৌলিক সংস্কারের ভিত্তিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এই কমিশন থেকে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিটি কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক এবং জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। তিনি আরও বলেন, এই সনদের সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে।
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যেন বাংলাদেশে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে দেশের প্রতিটি মানুষকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।’ তিনি উল্লেখ করেন, যুগে যুগে বাংলাদেশের মানুষ যে বঞ্চনার শিকার হয়েছে, তা থেকে মুক্তির জন্যই শহীদেরা জীবন দিয়েছেন।
তিনি বলেন, তাঁর দল এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে বিভাজনের কোনো রাজনীতি থাকবে না। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান, বিহারি, চাকমা, সাঁওতাল—সবার মধ্যে কোনো পার্থক্য করা হবে না।
এনসিপির সদস্যসচিব বলেন, তাঁর দল বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলছে। তিনি বলেন, ‘যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে জবাবদিহি করেনি। আমরা এমন এক রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতা হস্তান্তরের সময় একদলীয় কর্তৃত্ব, ব্যক্তিবাদ এবং প্রশাসনের দলীয়করণ দেখা গেছে।’ কিন্তু নতুন বাংলাদেশে তাঁরা আর এটি দেখতে চান না। তিনি বলেন, ‘মৌলিক সংস্কারের জন্যই দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে রক্ষা করতে হবে। বিচার বিভাগ কোনো দলের কর্তৃত্বের অধীনে থাকবে না এবং সচিবালয়ে প্রণীত নীতি জনস্বার্থের পক্ষে হতে হবে।’
আখতার হোসেন বলেন, ‘মৌলিক সংস্কারের ভিত্তিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এই কমিশন থেকে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিটি কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে।’

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটি আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে পৃথক বৈঠক করে এই অভিযোগ জানিয়েছে।
১৩ মিনিট আগে
সংবাদ সম্মেলনে জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে জোটের একটি সূত্র এই তিন দলের আসন বণ্টন বিষয়ে তথ্য দিয়েছে।
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৫৩টিতে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার রূপরেখা ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, জামায়াত ১৭৯টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবার।
২ ঘণ্টা আগে
দেশে ফেরার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী জুবাইদা রহমান ও তাঁর একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারেক রহমান।
২ ঘণ্টা আগে